Ajker Patrika

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী বাসদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসদের কর্মিসভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা
বাসদের কর্মিসভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ৩ জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে গণসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে দলটি।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দলটির সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মিসভা শেষে এসব কর্মসূচির কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

কর্মিসভায় বজলুর রশীদ ফিরোজ জানান, ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি গণসমাবেশ মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। পরবর্তীকাল ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্রী শিক্ষার্থীদের মধ্যরাতের প্রতিরোধ, ১৫ জুলাই রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস পালন, ১৬-২৩ জুলাই আন্দোলনে শহীদদের এলাকায় স্মরণ অনুষ্ঠান, ১৯ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস, ২৬ জুলাই কারফিউ ভঙ্গ সাংস্কৃতিক কর্মীদের ও বামপন্থীদের, ২৯ জুলাই শ্রমিক প্রতিরোধ দিবস এবং পরবর্তীকালে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার ও বিজয় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রের ন্যূনতম গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে চলছে নানা টালবাহানা। আগের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, লুটপাট ইত্যাদি নানা কিছুর পরও বহু অভিযোগ শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত