Ajker Patrika

নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তিতে একমত লেবার পার্টি ও এনপিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৫: ৫৮
নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তিতে একমত লেবার পার্টি ও এনপিপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার পতনের যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটের দুই শরিক লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) একমত হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার দল দুটির সঙ্গে পৃথক আলোচনা করে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন।

সংলাপ শেষে তিন দলের প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, চূড়ান্ত আন্দোলনের দাবিনামা নির্ধারণে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এসব দাবির বিষয়ে দলগুলোর সঙ্গে আমরা একমত হতে পেরেছি। আমাদের আলোচনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতেও আমরা বরাবরের মতো এই আলোচনায় একমত হয়েছি।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা সবার আগে খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি মানেই জনগণের মুক্তি। তাঁকে মুক্ত করতে পারলে সবকিছু সম্ভব হবে।

পৃথক সংলাপ থেকে বেরিয়ে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছি। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। বিএনপির সঙ্গে সরকার পতনের আন্দোলনে সব সময় থাকব। সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব। সরকারের পতনের পরেই ঘরে ফিরে যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত