Ajker Patrika

তারেক-জোবাইদার কারাদণ্ড: শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯: ৪৮
তারেক-জোবাইদার কারাদণ্ড: শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করবে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘তারেক রহমানকে কিসের এত ভয়? তাঁর প্রতি ভয় থেকেই এমন প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না। আজকের সংক্ষিপ্ত বিক্ষোভ থেকে জানাচ্ছি, এই রায়ের প্রতিবাদে আমরা আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’ 

এর আগে আজ বুধবার বিকেলে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ড দেন আদালত। এই রায়কে আজ্ঞাবহ উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন। 

বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড় থেকে পানির ট্যাংকি এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। 

মিছিল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায় শেখ হাসিনার প্রতিহিংসার রায়। এই রায় আমরা মানি না। এই রায় অবৈধ। আমরা এর প্রতিবাদ জানাই।’

এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং তাঁকে সহায়তা করার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডের পাশাপাশি তারেককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। আর জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের রায় দেওয়া হয়েছে। 

তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তারেক রহমানের জব্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত