নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘তারেক রহমানকে কিসের এত ভয়? তাঁর প্রতি ভয় থেকেই এমন প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না। আজকের সংক্ষিপ্ত বিক্ষোভ থেকে জানাচ্ছি, এই রায়ের প্রতিবাদে আমরা আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’
এর আগে আজ বুধবার বিকেলে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ড দেন আদালত। এই রায়কে আজ্ঞাবহ উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড় থেকে পানির ট্যাংকি এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
মিছিল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায় শেখ হাসিনার প্রতিহিংসার রায়। এই রায় আমরা মানি না। এই রায় অবৈধ। আমরা এর প্রতিবাদ জানাই।’
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং তাঁকে সহায়তা করার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তারেককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। আর জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের রায় দেওয়া হয়েছে।
তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তারেক রহমানের জব্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘তারেক রহমানকে কিসের এত ভয়? তাঁর প্রতি ভয় থেকেই এমন প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না। আজকের সংক্ষিপ্ত বিক্ষোভ থেকে জানাচ্ছি, এই রায়ের প্রতিবাদে আমরা আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’
এর আগে আজ বুধবার বিকেলে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ড দেন আদালত। এই রায়কে আজ্ঞাবহ উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ভিআইপি রোডের নাইটিঙ্গেল মোড় থেকে পানির ট্যাংকি এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
মিছিল থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায় শেখ হাসিনার প্রতিহিংসার রায়। এই রায় আমরা মানি না। এই রায় অবৈধ। আমরা এর প্রতিবাদ জানাই।’
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের এবং তাঁকে সহায়তা করার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তারেককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। আর জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের রায় দেওয়া হয়েছে।
তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তারেক রহমানের জব্দকৃত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
১ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৪ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুর রহমানের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৪ ঘণ্টা আগেপতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধসহ সব ধরনের নির্যাতন-নিপীড়ন এবং লুণ্ঠনের অপরাধের দ্রুত বিচারের অভিপ্রায়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ঘোষণাপত্রে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার পাশাপ
১২ ঘণ্টা আগে