Ajker Patrika

বিএনপি আগুন নিয়ে খেলতে আসলে ছাড়ব না: কাদের

নিজস্ব প্রতিবেদক, যশোর থেকে
বিএনপি আগুন নিয়ে খেলতে আসলে ছাড়ব না: কাদের

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন। কিন্তু আগুন দিয়ে খেলতে আসলে আমরা কিন্তু ছাড়ব না।’ 

যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিএনপিকে ‘বেইমানের’ দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বাসঘাতকের দল। এরা ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। খুনিদের দায়মুক্তি দিয়ে আইন করেছে। এরা খুনি, ঘাতক।’ 

কাদের বলেন, ‘বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি। বিশ্বাসঘাতকের অপর নাম জিয়াউর রহমান। তিনি যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন তাহলে কারও সাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করতে। বেইমানের দল, বিশ্বাসঘাতকের দল, ঘাতকের দল বিএনপি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহরে বড় বড় লোকেরা বাসায় কুকুর রাখে, আর বাড়ির সামনে লিখে রাখে কুকুর হতে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। তারা যখন ক্ষমতায় ছিল বিদ্যুৎ, রিজার্ভ ও গণতন্ত্র গিলেছে। ভোট চুরি করেছে। তারা যদি আরেকবার ক্ষমতায় আসে গোটা বাংলাদেশ গিলে খাবে।’

যশোরেও ‘খেলা হবে’ বলে বক্তব্য দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিসেম্বর মাস সামনে প্রস্তুত হয়ে যান। মির্জা ফখরুল ইসলাম এখন বড় বড় কথা বলছেন। গণতন্ত্র হত্যাকারী, তোমাদের মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। এই বিএনপির বিরুদ্ধে খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, যশোর ও খুলনা সড়ক এক মাসের ঠিক করার জন্য প্রকৌশলীদের নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, এক মাসের মধ্যে ঠিক না হলে খবর আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত