Ajker Patrika

গণতন্ত্র প্রতিষ্ঠায় এক হয়ে লড়াই করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৩, ২০: ০৯
গণতন্ত্র প্রতিষ্ঠায় এক হয়ে লড়াই করতে হবে: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা আমাদের সকলকে খুব স্পষ্ট করে মনে রাখতে হবে—যেখানে গণতন্ত্র নেই, সেখানে কারোরই কোনো অধিকার নেই। এখন আমাদের লক্ষ্য একটাই, আমাদের নিজেদের রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, সম্পদ আর অধিকারগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে।’

১০ দফা দাবি আদায়ের বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘ইতিমধ্যে সংগ্রামে আমাদের বহু মানুষের প্রাণ গেছে। ১৭ জন মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। তাদের রক্ত আমাদের বৃথা যেতে দিতে পারি না। তাই আগামী দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। একটিই লক্ষ্য সামনে নিয়ে আমরা এগোব যে আমাদের দেশকে আমরা মুক্ত করব, মানুষকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

বৌদ্ধ প্রতিনিধিদের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত