ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অন্যতম শীর্ষ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত উদ্বোধনী ছাত্রসমাবেশ শুরু হয়। যা গতকাল শনিবার রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শেষ হয়েছে।
কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে তামজিদ হায়দারকে সভাপতি, শিমুল কুম্ভকারকে সাধারণ সম্পাদক ও রথীন্দ্রনাথ বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪১ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ নির্বাচিত করেছে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন রাগীব নাঈম।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাজিফা জান্নাত, অমর্ত্য রায়, মাঈন আহমেদ, আসিফ জামান, মনীষা ওয়াহিদ, সুজয় সরকার, মৈত্রেয় হাসান জয়িতা ও বায়েজিদ রহমান। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী ও তানজিমুর রহমান রাফি।
কাউন্সিলে মধুসূদন কর্মকার কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম ইমন দপ্তর সম্পাদক, মেঘমল্লার বসু শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক, একরামুল হক জিহাদ স্কুলছাত্রবিষয়ক সম্পাদক, অন্তু অরিন্দম বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, দূর্জয় রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্ণি আনজুম সাংস্কৃতিক সম্পাদক, তাবিব মাহমুদ ক্রীড়া সম্পাদক এবং তিলোত্তমা ইতি সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাগীব নাঈম, রাকিবুল রনি, মাশরুখ জলিল, নিরব সরকার সাম্য, ঐশ্বর্য সরকার, ইমন আকন্দ, ইমদাদ মোহাম্মদ, শোভন প্রান্ত, তৌকির ইসলাম, রিদওয়ান পর্ব, সজীব নগর, আবু সাঈদ, জান্নাতুল নাঈম, রাকিব হোসেন ও জয় ভৌমিক। কেন্দ্রীয় কমিটির চারটি পদ শূন্য রয়েছে।
গত বৃহস্পতিবার ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা’—স্লোগানে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান। তিন দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনের রাজনৈতিক প্রস্তাব, শিক্ষা প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্টসহ বিভিন্ন প্রস্তাব ও রিপোর্ট গৃহীত হয়েছে। এবারের সম্মেলনের কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে ছাত্র ইউনিয়নের ঐক্য প্রস্তাব গ্রহণ করেছে। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি এ লক্ষ্যে কার্যক্রম চালাবে।
সম্মেলনের শেষদিন গতকাল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘ঐতিহ্যের পদাবলী’ শীর্ষক বাউল গান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টার দিকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ থেকে বাউল সুনীল কর্মকার, মাগুরার বিমল দাস বাউল, সুনামগঞ্জের দুখু মিয়া, ফরিদপুরের জাফর ইকবাল আকাশ, নরসিংদীর শেখ সাদি, ব্রাহ্মণবাড়িয়ার মারুফ মৃণ্ময়, ঢাকার সৌরভ আকন্দসহ বাউল শিল্পীরা অংশ নেন।
রাতে কাউন্সিল অধিবেশন শেষে বিদায়ি ও নবনির্বাচিত নেতারাসহ প্রতিনিধি পর্যবেক্ষকদের মিছিল ‘ঐতিহ্যের পদাবলী’ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁদের অভিনন্দন জানানোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। রাতে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের সদস্যরা টিএসসিতে শহীদ মঈন হোসেন রাজুর গুলিবিদ্ধ হওয়ার স্থানে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছে।
দেশের অন্যতম শীর্ষ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত উদ্বোধনী ছাত্রসমাবেশ শুরু হয়। যা গতকাল শনিবার রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শেষ হয়েছে।
কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে তামজিদ হায়দারকে সভাপতি, শিমুল কুম্ভকারকে সাধারণ সম্পাদক ও রথীন্দ্রনাথ বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪১ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ নির্বাচিত করেছে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন রাগীব নাঈম।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাজিফা জান্নাত, অমর্ত্য রায়, মাঈন আহমেদ, আসিফ জামান, মনীষা ওয়াহিদ, সুজয় সরকার, মৈত্রেয় হাসান জয়িতা ও বায়েজিদ রহমান। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী ও তানজিমুর রহমান রাফি।
কাউন্সিলে মধুসূদন কর্মকার কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম ইমন দপ্তর সম্পাদক, মেঘমল্লার বসু শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক, একরামুল হক জিহাদ স্কুলছাত্রবিষয়ক সম্পাদক, অন্তু অরিন্দম বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, দূর্জয় রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্ণি আনজুম সাংস্কৃতিক সম্পাদক, তাবিব মাহমুদ ক্রীড়া সম্পাদক এবং তিলোত্তমা ইতি সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রাগীব নাঈম, রাকিবুল রনি, মাশরুখ জলিল, নিরব সরকার সাম্য, ঐশ্বর্য সরকার, ইমন আকন্দ, ইমদাদ মোহাম্মদ, শোভন প্রান্ত, তৌকির ইসলাম, রিদওয়ান পর্ব, সজীব নগর, আবু সাঈদ, জান্নাতুল নাঈম, রাকিব হোসেন ও জয় ভৌমিক। কেন্দ্রীয় কমিটির চারটি পদ শূন্য রয়েছে।
গত বৃহস্পতিবার ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা’—স্লোগানে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান। তিন দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনের রাজনৈতিক প্রস্তাব, শিক্ষা প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্টসহ বিভিন্ন প্রস্তাব ও রিপোর্ট গৃহীত হয়েছে। এবারের সম্মেলনের কাউন্সিল অধিবেশন সর্বসম্মতভাবে ছাত্র ইউনিয়নের ঐক্য প্রস্তাব গ্রহণ করেছে। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি এ লক্ষ্যে কার্যক্রম চালাবে।
সম্মেলনের শেষদিন গতকাল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘ঐতিহ্যের পদাবলী’ শীর্ষক বাউল গান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টার দিকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ থেকে বাউল সুনীল কর্মকার, মাগুরার বিমল দাস বাউল, সুনামগঞ্জের দুখু মিয়া, ফরিদপুরের জাফর ইকবাল আকাশ, নরসিংদীর শেখ সাদি, ব্রাহ্মণবাড়িয়ার মারুফ মৃণ্ময়, ঢাকার সৌরভ আকন্দসহ বাউল শিল্পীরা অংশ নেন।
রাতে কাউন্সিল অধিবেশন শেষে বিদায়ি ও নবনির্বাচিত নেতারাসহ প্রতিনিধি পর্যবেক্ষকদের মিছিল ‘ঐতিহ্যের পদাবলী’ অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁদের অভিনন্দন জানানোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। রাতে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের সদস্যরা টিএসসিতে শহীদ মঈন হোসেন রাজুর গুলিবিদ্ধ হওয়ার স্থানে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছে।
আমীর খসরু বলেন, ‘এখানে ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে। গার্মেন্টস সেক্টর একটা বড় বিষয় আছে। অ্যাপ্লায়েন্স অ্যাসোসিয়েশনের একটি বিষয় আছে। নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে আসছে। আবার রাজনৈতিক দলগুলোর মতামতের একটা বিষয় আছে। সেই বিষয়গুলো আলোচনায় এসেছে। আমরা আশা করছি, দেশের স্বার্থে আগামী দিনের অর্থনীতি
২ ঘণ্টা আগেরাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে এসেছিল এনসিপি। এরপরও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে। যা আগামী ১৫ দিনের মধ্যে করতে হবে।
২ ঘণ্টা আগেঐকমত্য কমিশনের সংলাপ থেকে মৌলিক সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন না হলে গণভোটের প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা আশা করি, সবাই জনগণের পক্ষে থাকবে। কিন্তু যদি কেউ সংস্কার বাধাগ্রস্ত করে, তাহলে একমাত্র পথ হচ্ছে গণভোট। জনগণই ঠিক করবে তারা কোন
৩ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকম্পায় এ দেশে রাজনীতি করতে পেরেছেন, এখন তাঁর জ্যেষ্ঠ পুত্রকে আপনারা টার্গেট করেছেন। বুক-পিঠ বলে আপনাদের কিছু নেই।’
৪ ঘণ্টা আগে