নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার পতনের চলমান যুগপৎ আন্দোলনের ছন্দপতন ঘটেনি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব শিগগিরই এই আন্দোলনের যৌথ ঘোষণা আসবে বলে জানান তিনি।
আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিঁয়াঁজো কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায়, সে নিয়েও কথা বলেছি। আন্দোলনকে কীভাবে আরও সামনে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে কথা বলেছি। আমরা আশা করছি চলমান যুগপৎ আন্দোলন সামনে আরও বেগবান হবে।’
যুগপৎ আন্দোলন এবং এই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সম্পর্কে ছন্দপতন ঘটেছে কী না—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো ছন্দপতন ঘটেনি, এটা খুব পরিষ্কার। এখানে কৌশলগত কারণে এবং বাস্তবতার ভিত্তিতে আমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে যে, কর্মসূচিগুলো তারা তাদের মত করে পালন করবে, আমরা আমাদের মত করেও কিছু কিছু কর্মসূচি দেব। কিন্তু মূল জায়গায়, আন্দোলনের মূল দাবিতে একমত হয়েই আমরা যুগপৎ আন্দোলন করছি।’
যৌথ কর্মসূচির ঘোষণার বিষয়ে আলোচনা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘খুব শিগগিরই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিয়ে যৌথ ঘোষণা নিয়ে সামনে আসব।’
এসময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘আমরা যে যুগপৎ ধারার আন্দোলন করছি, সেই আন্দোলনকে সারা দেশের রাজনৈতিক দলগুলো, যারা এই সরকারের অধীনে নির্বাচন চায় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ চায়, এসব বিষয়ে একটা যৌথ ঘোষণার কথা আছে। এ বিষয়ে আমরা কথা বলেছি। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থতায় দেশের বাইরে আছেন। দলের সাংগঠনিক কিছু, কর্মকাণ্ডও অবশিষ্ট আছে। সব ঠিক হয়ে গেলে অল্প সময়ের মধ্যে যৌথ ঘোষণা আসবে বলে আশা করছি।’
সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সেখানে সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার এবং পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার তীব্র্র নিন্দা জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার ব্যাপারে আমরা একমত হয়েছি।’
বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোযাজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে অংশ নেন।
সরকার পতনের চলমান যুগপৎ আন্দোলনের ছন্দপতন ঘটেনি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব শিগগিরই এই আন্দোলনের যৌথ ঘোষণা আসবে বলে জানান তিনি।
আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিঁয়াঁজো কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায়, সে নিয়েও কথা বলেছি। আন্দোলনকে কীভাবে আরও সামনে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে কথা বলেছি। আমরা আশা করছি চলমান যুগপৎ আন্দোলন সামনে আরও বেগবান হবে।’
যুগপৎ আন্দোলন এবং এই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সম্পর্কে ছন্দপতন ঘটেছে কী না—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো ছন্দপতন ঘটেনি, এটা খুব পরিষ্কার। এখানে কৌশলগত কারণে এবং বাস্তবতার ভিত্তিতে আমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে যে, কর্মসূচিগুলো তারা তাদের মত করে পালন করবে, আমরা আমাদের মত করেও কিছু কিছু কর্মসূচি দেব। কিন্তু মূল জায়গায়, আন্দোলনের মূল দাবিতে একমত হয়েই আমরা যুগপৎ আন্দোলন করছি।’
যৌথ কর্মসূচির ঘোষণার বিষয়ে আলোচনা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘খুব শিগগিরই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিয়ে যৌথ ঘোষণা নিয়ে সামনে আসব।’
এসময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘আমরা যে যুগপৎ ধারার আন্দোলন করছি, সেই আন্দোলনকে সারা দেশের রাজনৈতিক দলগুলো, যারা এই সরকারের অধীনে নির্বাচন চায় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ চায়, এসব বিষয়ে একটা যৌথ ঘোষণার কথা আছে। এ বিষয়ে আমরা কথা বলেছি। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থতায় দেশের বাইরে আছেন। দলের সাংগঠনিক কিছু, কর্মকাণ্ডও অবশিষ্ট আছে। সব ঠিক হয়ে গেলে অল্প সময়ের মধ্যে যৌথ ঘোষণা আসবে বলে আশা করছি।’
সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সেখানে সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার এবং পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার তীব্র্র নিন্দা জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার ব্যাপারে আমরা একমত হয়েছি।’
বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোযাজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে অংশ নেন।
জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি রাখবেন বলে প্রত্যাশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) এবং দেশবাসীকে কথা দিয়েছেন
৮ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদ্যন্ত্রে আগামীকাল শনিবার সকালে অস্ত্রোপচার করা হবে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
৯ ঘণ্টা আগেসামান্তা বলেন, জুলাই আন্দোলনে প্রত্যেকটা জেলায় মেয়েরা সামনে ছিলেন। কিন্তু এখনকার বাস্তবতা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটিতে নারীদের খুব সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে। এর অংশ হিসেবে তাঁদের সাইবার বুলিং করা হচ্ছে; দেখানো হচ্ছে, মেয়েরা পলিটিকসে ‘অনিরাপদ’। মেয়েদের পরিবার
১০ ঘণ্টা আগেআলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে শুল্ক কমাতে রাজি করাতে পারায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সে জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।’
১১ ঘণ্টা আগে