নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ। কার্যালয় থেকে ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। এ সময় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ সাতজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়াপল্টনের কার্যালয় অভিযান চালায় ডিবি। অভিযানে নেতৃত্ব দেন ডিবির প্রধান হারুন অর রশীদ।
সরেজমিনে দেখা গেছে, রাত ১২টার কিছু পর ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে বিএনপির কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন ডিবি পুলিশের সদস্যরা। প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়। বাথরুমের ভেতর থেকে এক ডজনের বেশি ককটেল উদ্ধার দেখানো হয়।
বিএনপির কার্যালয় থেকে বের হয়ে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশনা উপেক্ষা করে একটি গ্রুপ রেললাইনের স্লিপার তুলে নিয়েছে, মেট্রোরেল বন্ধ করে দিয়েছে। কেউ কেউ গাড়িতে আগুন দিয়েছে। বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। এগুলো সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। আমরা এরই ধারাবাহিকতায় কেউ অস্ত্র দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করছে। আমরা তাদের ছাড় দেব না। যারা ষড়যন্ত্রকারী তাদের সবার নাম পেয়েছি। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
ডিবি প্রধান বলেন, বিএনপির অফিস থেকে ৭টা দেশি–বিদেশি অস্ত্র, এক শ বেশি ককটেল এবং ৫০০ লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আটকদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রয়েছেন। তাৎক্ষণিকভাবে অপর পাঁচজনের নাম জানা যায়নি।
তবে আটকের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ। কার্যালয় থেকে ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। এ সময় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ সাতজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়াপল্টনের কার্যালয় অভিযান চালায় ডিবি। অভিযানে নেতৃত্ব দেন ডিবির প্রধান হারুন অর রশীদ।
সরেজমিনে দেখা গেছে, রাত ১২টার কিছু পর ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে বিএনপির কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন ডিবি পুলিশের সদস্যরা। প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়। বাথরুমের ভেতর থেকে এক ডজনের বেশি ককটেল উদ্ধার দেখানো হয়।
বিএনপির কার্যালয় থেকে বের হয়ে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশনা উপেক্ষা করে একটি গ্রুপ রেললাইনের স্লিপার তুলে নিয়েছে, মেট্রোরেল বন্ধ করে দিয়েছে। কেউ কেউ গাড়িতে আগুন দিয়েছে। বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। এগুলো সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। আমরা এরই ধারাবাহিকতায় কেউ অস্ত্র দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করছে। আমরা তাদের ছাড় দেব না। যারা ষড়যন্ত্রকারী তাদের সবার নাম পেয়েছি। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
ডিবি প্রধান বলেন, বিএনপির অফিস থেকে ৭টা দেশি–বিদেশি অস্ত্র, এক শ বেশি ককটেল এবং ৫০০ লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আটকদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রয়েছেন। তাৎক্ষণিকভাবে অপর পাঁচজনের নাম জানা যায়নি।
তবে আটকের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে হবে। অন্যথায়, আবারও ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের
১৫ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গড়িমসি করে, তাহলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’ (কিছু একটা সমস্যা আছে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী..
১৫ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিশ্রুতির কাগজটা (ডিড) জুলাই জাতীয় সনদের। লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতেও যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি সরকার চায়, সেটা গেজেট নোটিফিকেশনও করতে পারে।’
১৭ ঘণ্টা আগে