Ajker Patrika

মশা নিজ উদ্যোগে বিদায় না নিলে ডেঙ্গু রোধ হবে না: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৩২
মশা নিজ উদ্যোগে বিদায় না নিলে ডেঙ্গু রোধ হবে না: আমির খসরু

বর্তমান সরকারের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা প্রতি পদে-পদে দুর্নীতি করে, তাদের পক্ষে মশা নিধন করা সম্ভব নয়। ডেঙ্গু এরা কোনো দিনও রোধ করতে পারবে না। মশা যদি নিজে-নিজে চলে যায়, বিদায় হয়ে যায়, তাহলে ঠিক আছে। এরা মশা নিধন করবে না। মশা যদি নিজ উদ্যোগে বিদায় নেয়, তাহলে ডেঙ্গু রোধ হবে।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শনির আখড়া বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। 

গত মঙ্গলবার থেকে রাজধানীসহ দেশের মহানগরগুলোতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লিফলেট বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার ছিল এই কর্মসূচির শেষ দিন। 

সমাবেশে সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, সমস্যার গোড়া হচ্ছে-ভোট চুরি। দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, মিথ্যা মামলা, গুম-খুন-সবকিছুর গোড়া হচ্ছে ভোট চুরির প্রক্রিয়া। সরকার একটি ভোট চুরির প্রকল্প করছে। এই প্রকল্পে বিচারক, পুলিশ ও 
র‍্যাবকে ব্যবহার করছে। এদের বিদায় করেই সব সমস্যার সমাধান করতে হবে। 

সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বৃষ্টি, ঝড়-তুফান-আমরা সবকিছু উপেক্ষা করে রাস্তায় আছি। এটাকে রোধ করার শক্তি কারও নাই। আজকে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে বিএনপির প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়, এটাই হলো শেখ হাসিনা সরকারের বিদায়ের বার্তা। আজকে যত বেশি অত্যাচার হচ্ছে, যত বেশি মামলা হচ্ছে মানুষ তত বেশি রাস্তায় নামছে। 

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে আমির খসরু বলেন, দেয়ালের লিখন পড়তে শিখুন। নিজ থেকে ক্ষমতা থেকে বিদায় হোন, তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে, আর যদি জনগণ আপনাদের বিদায় করে তাহলে ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। তাহলে হয়ত আগামীতে আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে, নতুবা আপনাদের পরবর্তী ইতিহাস সুখকর হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত