নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের প্রশাসন, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত সরকার হলে সেই কাজগুলো করতে চায় না। আমাদের চেয়ারম্যান বলেছেন তাঁরা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।’
সংসদ নেতা যেন প্রধানমন্ত্রী না হন, সেই দাবি তুলে চুন্নু বলেন, ‘কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয়।’
জনগণের কাছ থেকে যে দাবি, সেসব সংস্কার করার পরামর্শ দিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, সংস্কার করে তারপর নির্বাচন। যেটুকু সময় লাগে সেটুকু সময়ে জাতীয় পার্টি সমর্থন করে।
সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবে, সেটা অনেক সময় করে না।
দেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই কম বেশি ভুলত্রুটি করেছে উল্লেখ করে চুন্নু বলেন, ‘আমাদের অনেক ভুলত্রুটি আছে। যেটুকু সময় প্রয়োজন সেটুকু দেওয়া হবে।’
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের প্রশাসন, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত সরকার হলে সেই কাজগুলো করতে চায় না। আমাদের চেয়ারম্যান বলেছেন তাঁরা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।’
সংসদ নেতা যেন প্রধানমন্ত্রী না হন, সেই দাবি তুলে চুন্নু বলেন, ‘কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয়।’
জনগণের কাছ থেকে যে দাবি, সেসব সংস্কার করার পরামর্শ দিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, সংস্কার করে তারপর নির্বাচন। যেটুকু সময় লাগে সেটুকু সময়ে জাতীয় পার্টি সমর্থন করে।
সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবে, সেটা অনেক সময় করে না।
দেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই কম বেশি ভুলত্রুটি করেছে উল্লেখ করে চুন্নু বলেন, ‘আমাদের অনেক ভুলত্রুটি আছে। যেটুকু সময় প্রয়োজন সেটুকু দেওয়া হবে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
১ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৫ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৮ ঘণ্টা আগে