Ajker Patrika

গঠনমূলক বিরোধিতায় সাধুবাদ, দেশের বিরোধিতায় প্রতিহত: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গঠনমূলক বিরোধিতায় সাধুবাদ, দেশের বিরোধিতায় প্রতিহত: নৌ প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের গঠনমূলক বিরোধিতা করলে অসুবিধা নেই উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকারের গঠনমূলক বিরোধিতা করলে সাধুবাদ জানাব। কিন্তু দেশের বিরোধিতা করলে প্রতিহত করা হবে। আপনারা যখন বলবেন, এই দেশকে শ্রীলঙ্কা বানাতে হবে, ব্যর্থ করতে হবে এবং ধ্বংস করতে হবে। তখন এই অপরাধীদের প্রতিহত করা হবে।’

আজ বুধবার রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসি কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করে এই দেশ শ্রীলঙ্কা হলো কিনা? বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, খাদ্য সংকটে পড়বে না। কারণ, এটা আমাদের নয়, জনগণের কথা। তারা মনে করে যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এটা জনগণের কথা ও বিশ্বাস।’ 

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের মেরিটাইম সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে চায়। তাঁদের এক্সিম ব্যাংক বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমেরিকার মতো ব্যবসায়ীরা আসত না। তাঁদের সরকারের হয়তো রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে। কিন্তু যারা ব্যবসা করে, তাদেরতো কোনো এজেন্ডা নেই। তারা কেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে? কারণ দেশে বিনিয়োগের পরিবেশ রয়েছে। তাই বাংলাদেশের প্রতি সবাই আগ্রহী।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আইনের শাসনের প্রথম অন্তরায় ছিল অপরাধীদের বিচার। আমরা সেটা করেছি। বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা ছিল না। আজকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাওয়ার কারণে চা বাগানের শ্রমিকেরা পর্যন্ত নিজেদের অধিকার আদায়ে গর্জে উঠেছে। তারা তাদের অধিকারের বিষয়ে সচেতন এখন। কারণ আগে তাঁদের মধ্যে শিক্ষা ছিল না।’ 

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিশাল অংশীদার হিসেবে শ্রমিকরা ছিল উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ছয় দফার মূল সিপাহসালাহ ছিল শ্রমিকেরা। ছাত্র-জনতা, আদমজী ও তেজগাঁওয়ের শ্রমিকেরা ছয় দফাকে এক দফায় পরিণত করেছিল।

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আল মান্নান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত