Ajker Patrika

কবরের মতো কামরায় ৬১ দিন রেখেছিল, বিএনপি নেতা সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

‘যারা তুলে নিয়েছিল, তারা আমাকে একটি কবরের মতো কামরায় ৬১ দিন বন্দি রেখেছিল। তখন একটু সময়ের জন্যও তারা আমাকে বের করেনি।’ 
নয় বছর পর গতকাল রোববার দেশে ফিরে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ তাঁকে অপহরণ ও নির্যাতনের দুর্বিষহ দিনের এমন বর্ণনা দিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেন, তারা আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটা একটা কবরের মতো, একটা কামরা। আমার মনে হয়েছিল, এটা কোনো বাড়ির নিচতলা হবে। জায়গাটা ৫ ফুট বাই ১০ ফুট হবে। শুধু প্রস্রাব-পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে, সেখানে একটা পানির ট্যাব ছিল। কক্ষে একটা লোহার দরজা ছিল। তার নিচ থেকে খাবার দেওয়ার একটা জায়গা ছিল, বাহিরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, মাথার ওপরে একটা হাইপাওয়ার লাইট ছিল, এতটুকুই। এখানে তারা আমাকে ৬১ দিন রাখে। এক দিনের জন্যও বের করেনি।’ 

সালাহউদ্দিন অপহরণের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, ২০১৫ সালের ১০ মার্চ রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা আসে। তাদের মধ্যে কেউ সাদাপোশাকে, কেউ অস্ত্রধারী ছিল। তখন আমি উত্তরায় আমার এক বন্ধুর বাসায় ছিলাম, সেখান থেকেই তারা আমাকে চোখে কাপড় বেঁধে, হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায়। 

এরপর তারা আমাকে গোপন জায়গায় নিয়ে যায়। তিনি আরও বলেন, তারা যেদিন আমাকে ওই কক্ষ থেকে বের করে, সেদিনও চোখ বেঁধে বের করে। গাড়িতে তোলে। ৬ সাত ৭ ঘণ্টা তারা আমাকে গাড়িতে তুলে চালাল। এরপর এক জায়গায় নিয়ে নামায়, তখন অন্ধকার। এরপর হেঁটে কিছুদূর, তারপর আবার গাড়িতে। এরপর একটি মাঠে ছেড়ে দেওয়া হয়। তখন ভোর। লোকজন হাটঁতে বের হয়েছে, তাদের সহযোগিতা চাইলাম। পুলিশ ডাকতে বললাম, তারপর আমি জানতে পারলাম এটা ভারতের শিলং। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ ছাড়া যা ঘটেছে, তা আমি এ মুহূর্তে বলতে চাই না। কারণ যা ঘটেছে, তা উচ্চমহলের নির্দেশেই ঘটেছে। এজন্য তাদের জাতীয় ও আন্তর্জাতিক মহলে কোনো না কোনোদিন জবাবদিহি করতেই হবে।’ 

২০১৫ সালের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়। গতকাল তিনি বাংলাদেশে ফেরত আসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত