নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে বড় জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
রাজধানীর শাহবাগে আজ শনিবার বিকেলে বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন কথা বলেন সাকি।
বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘সব দলকে রাজপথে নামতে হবে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন দলের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি, এটা ইতিবাচক। দ্রুত একসঙ্গে নামুন। ভোটের অধিকার কেড়ে নিয়ে এই সরকার ১৮ কোটি মানুষকে এককাতারে নামিয়েছে। এই সরকারকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার নাটক করছে মন্তব্য করে সাকি বলেন, ‘নাটকে যারা অংশ নিতে চায়, তাদেরই নির্বাচন কমিশনে রাখা হবে।’
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক সাকি বলেন, ‘এই সরকার হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আনতে হবে ৷ সেই সরকারের দুটো কাজ হবে—একটা হলো, ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট করতে হবে ৷ দ্বিতীয় কাজ—রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করতে হবে। এই দুই কাজের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বর্তমানে সব ক্ষমতা একজনের হাতে উল্লেখ করে সাকি বলেন, ‘এ অবস্থা পরিবর্তন করতে প্রয়োজনে সংবিধান সংস্কার করতে হবে ৷ জবাবদিহির সরকার আনতে হবে।’
শুধু একটা নির্বাচন নয়, পাঁচ বছর পরপর প্রতিটি নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হতে হবে উল্লেখ করে সাকি বলেন, ‘এ জন্য সব দলের একসঙ্গে কাজ করা দরকার।’
এ সময় গার্মেন্টস শ্রমিকেরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে উল্লেখ করে শ্রমিক ও নারী অধিকারকর্মী তাসলিমা আখতার বলেন, ‘সারা দেশে ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক। তাঁদের বাঁচার মতো মজুরি না দিয়ে মালিক এবং সরকার লাভটাই দেখছে। সমস্ত লাভের ভাগ মালিক সরকার ভোগ করছে। চাকমা, মারমা প্রত্যেকটা ধর্মের মানুষ দুর্দশার মধ্যে আসে। নারীরাও নিরাপদ নয়। বৃহত্তর ঐক্য গড়ে তোলা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই।’
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা অঞ্জন দাস, মুনিরুজ্জামান বাবু, আবুল হাসনাত রুবেল প্রমুখ।
তাঁরা বলেন, বর্তমান আওয়ামী সরকার গণবিরোধী রক্তচোষা সরকার। ১০ টাকায় চাল দেওয়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসে এই সরকার চিরস্থায়ী বন্দোবস্ত পাকা করতে চাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান বক্তারা।
বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে বড় জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
রাজধানীর শাহবাগে আজ শনিবার বিকেলে বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন কথা বলেন সাকি।
বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘সব দলকে রাজপথে নামতে হবে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন দলের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি, এটা ইতিবাচক। দ্রুত একসঙ্গে নামুন। ভোটের অধিকার কেড়ে নিয়ে এই সরকার ১৮ কোটি মানুষকে এককাতারে নামিয়েছে। এই সরকারকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার নাটক করছে মন্তব্য করে সাকি বলেন, ‘নাটকে যারা অংশ নিতে চায়, তাদেরই নির্বাচন কমিশনে রাখা হবে।’
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক সাকি বলেন, ‘এই সরকার হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আনতে হবে ৷ সেই সরকারের দুটো কাজ হবে—একটা হলো, ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট করতে হবে ৷ দ্বিতীয় কাজ—রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করতে হবে। এই দুই কাজের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বর্তমানে সব ক্ষমতা একজনের হাতে উল্লেখ করে সাকি বলেন, ‘এ অবস্থা পরিবর্তন করতে প্রয়োজনে সংবিধান সংস্কার করতে হবে ৷ জবাবদিহির সরকার আনতে হবে।’
শুধু একটা নির্বাচন নয়, পাঁচ বছর পরপর প্রতিটি নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হতে হবে উল্লেখ করে সাকি বলেন, ‘এ জন্য সব দলের একসঙ্গে কাজ করা দরকার।’
এ সময় গার্মেন্টস শ্রমিকেরা দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে উল্লেখ করে শ্রমিক ও নারী অধিকারকর্মী তাসলিমা আখতার বলেন, ‘সারা দেশে ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক। তাঁদের বাঁচার মতো মজুরি না দিয়ে মালিক এবং সরকার লাভটাই দেখছে। সমস্ত লাভের ভাগ মালিক সরকার ভোগ করছে। চাকমা, মারমা প্রত্যেকটা ধর্মের মানুষ দুর্দশার মধ্যে আসে। নারীরাও নিরাপদ নয়। বৃহত্তর ঐক্য গড়ে তোলা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই।’
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা অঞ্জন দাস, মুনিরুজ্জামান বাবু, আবুল হাসনাত রুবেল প্রমুখ।
তাঁরা বলেন, বর্তমান আওয়ামী সরকার গণবিরোধী রক্তচোষা সরকার। ১০ টাকায় চাল দেওয়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসে এই সরকার চিরস্থায়ী বন্দোবস্ত পাকা করতে চাচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান বক্তারা।
প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না, তবে একবার বিরতি দিয়ে আবারও দায়িত্ব পালন করতে পারবে—জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে বলেছেন, তাঁরা পরপর দুবারের...
২১ মিনিট আগেনারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করাসহ পাঁচ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। আগামী ৩ মের মধ্যে এসব দাবি মানা না হলে আরও বড় আকারে কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় সন্ত্রাসী ক্যাম্পাসে রক্ষীবাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারি কায়েম করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। সংগঠনটি বলছে, তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলে সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে।
৩ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
৬ ঘণ্টা আগে