নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ছেড়ে অন্য দলে যাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির হয়েই রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। একই সঙ্গে বিএনপির নেতৃত্বের সমালোচনা করেছেন তিনি। দিয়েছেন কিছু পরামর্শ। মেজর হাফিজ সরকারপ্রধানকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বানও জানান। এ ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘকে তদারকির আহ্বান জানান। হাফিজ মনে করেন, জাতিসংঘের তদারকিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি সেনাবাহিনীকে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথাও বলেন।
আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান হাফিজ। এ সময় আন্তর্জাতিক মধ্যস্থতায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি। মেজর হাফিজ বিএনপির উদ্দেশে বলেন, ‘শুধু মাঠে থাকলে সুষ্ঠু নির্বাচন বা এই সরকারের পতন ঘটনা যাবে না।’
সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, ‘আমি শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। বিএনপির সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।’
মেজর হাফিজ বলেন, ‘আমি শিগগিরই বিদেশে যাব। আগামী নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। রাজনীতি করার মতো শারীরিক সামর্থ্যও আমার নেই। এলাকাবাসীর মতামত নিয়ে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব।’
বিএনপিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়ে হাফিজ বলেন, ‘আমি মনে করি বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। বিএনপিতে অনেক ত্যাগী নেতা-কর্মী রয়েছে। তারা প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতার কারণে এটি (দাবি আদায়) সম্ভব হয়নি। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকারের ওপর জোর না দিয়ে এখন বিকল্প সমাধান খোঁজা উচিত। আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের খাতিরে, গণতন্ত্রের স্বার্থে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্থতা পেলে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত।’
দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘকে তদারকির আহ্বান জানান মেজর হাফিজ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ জানাব আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে থাকে। আমরা আগামী দিনে জাতিসংঘের তদারকিতে নির্বাচন দেখতে চাই।’
ওই নির্বাচনে সেনাবাহিনীকেও মাঠে চান হাফিজ। তিনি বলেন, ‘আমি কামনা করি আগামী নির্বাচনে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে মাঠে থাকবে। তারা প্রত্যেকটি ভোটকেন্দ্রে টহল দেবে, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে না। ম্যাজিস্ট্রেটের অনুরোধের অপেক্ষায় থাকবে না। তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে।’
এ সময় বিএনপির সমালোচনায় মেজর হাফিজ বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে বিএনপি ক্ষমতা থেকে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপিতে সত্যি কথা বলার লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি একটি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নাই। দলের অধিকাংশই ‘ইয়েস স্যার’, ‘রাইট স্যার’ ছাড়া আর কিছু বলতে জানেন না। এটাই হলো বাস্তবতা।’
দলটির কূটনৈতিক দুর্বলতা নিয়ে হাফিজ বলেন, ‘ঐতিহ্যগতভাবেই বিএনপির আন্তর্জাতিক সংযোগ খুবই দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে নেতৃবৃন্দ যথেষ্ট ভূমিকা রাখতে পারেননি। অনেক সময় রাষ্ট্রদূতদের কথাবার্তা একপেশে মনে হয়। সেটারও সুবিধা বিএনপি নিতে পারেনি। তবুও এখন বিএনপির উচিত আন্তর্জাতিক সমর্থন নিয়ে কীভাবে নির্বাচনে যাওয়া যায় তার উদ্যোগ নেওয়া।’
২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত ছিল বলেও মনে করেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘সে সময় আওয়ামী লীগের অবস্থা অত্যন্ত লেজে গোবরে ছিল। আমরা সেই অবস্থার ফায়দা নিতে পারিনি। তারপর যে পথ অনুসরণ করেছি, সেই যে রাজপথে গিয়েছি, এখনো রাজপথেই আছি।’
মেজর হাফিজ বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু নির্বাচন হলেই এই দল ক্ষমতায় আসবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন আদায় করা জানতে হবে। শুধু রাজপথে স্লোগান দিলেই বর্তমান আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে বাড়ি ফিরে যাবে না।’
আওয়ামী লীগ ও বিএনপির উদ্দেশে হাফিজ বলেন, ‘এই দেশ জ্বালাও-পোড়াও করার মধ্য দিয়ে শেষ হতে পারে না। দেশের অবস্থা যদি আরও খারাপ হয়, তাহলে প্রধান রাজনৈতিক দল দুটিকেই দায়ী থাকতে হবে। আমি আশা করি, সংঘাতের রাজনীতির অবসান হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বঙ্গবন্ধুর কন্যা। দেশের অনেক উন্নয়নকাজ করেছেন। এখন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব আপনি আপনার মহান পিতার পথ অনুসরণ করে, পদের তোয়াক্কা না করে একটা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করুন। তার আগে বিএনপির সঙ্গে কিংবা অন্য কোনো দলের সঙ্গে বসে নির্বাচনের সুষ্ঠু একটি পরিবেশ এনে দিন।’
বিএনপির উদ্দেশে হাফিজ বলেন, ‘এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি আমাদের নেতা তারেক রহমানকে আহ্বান জানাব, দলের সংস্কার করুন। এখন যেভাবে চলে, এভাবে একটা রাজনৈতিক দল চলে না। কেন দলের মধ্যে একনায়কত্ব হচ্ছে, কেন কমিটি বাণিজ্য হচ্ছে? ত্যাগী নেতারা কেন নির্বাসিত? দোষত্রুটি সবারই থাকতে পারে। কিন্তু আমি তারেক রহমানের কাছে আহ্বান জানাব, ত্যাগী নেতাদের মূল্যায়ন করেন। এ দলের সবাই আপনার অনুসারী। নিজের পকেট বানানোর দরকার নাই।’
বিএনপি ছেড়ে অন্য দলে যাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির হয়েই রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। একই সঙ্গে বিএনপির নেতৃত্বের সমালোচনা করেছেন তিনি। দিয়েছেন কিছু পরামর্শ। মেজর হাফিজ সরকারপ্রধানকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বানও জানান। এ ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘকে তদারকির আহ্বান জানান। হাফিজ মনে করেন, জাতিসংঘের তদারকিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি সেনাবাহিনীকে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথাও বলেন।
আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান হাফিজ। এ সময় আন্তর্জাতিক মধ্যস্থতায় আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি। মেজর হাফিজ বিএনপির উদ্দেশে বলেন, ‘শুধু মাঠে থাকলে সুষ্ঠু নির্বাচন বা এই সরকারের পতন ঘটনা যাবে না।’
সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, ‘আমি শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। বিএনপির সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।’
মেজর হাফিজ বলেন, ‘আমি শিগগিরই বিদেশে যাব। আগামী নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। রাজনীতি করার মতো শারীরিক সামর্থ্যও আমার নেই। এলাকাবাসীর মতামত নিয়ে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব।’
বিএনপিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়ে হাফিজ বলেন, ‘আমি মনে করি বিএনপির এই নির্বাচনে যাওয়া উচিত। বিএনপিতে অনেক ত্যাগী নেতা-কর্মী রয়েছে। তারা প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতার কারণে এটি (দাবি আদায়) সম্ভব হয়নি। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকারের ওপর জোর না দিয়ে এখন বিকল্প সমাধান খোঁজা উচিত। আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের খাতিরে, গণতন্ত্রের স্বার্থে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্থতা পেলে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত।’
দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘকে তদারকির আহ্বান জানান মেজর হাফিজ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ জানাব আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে থাকে। আমরা আগামী দিনে জাতিসংঘের তদারকিতে নির্বাচন দেখতে চাই।’
ওই নির্বাচনে সেনাবাহিনীকেও মাঠে চান হাফিজ। তিনি বলেন, ‘আমি কামনা করি আগামী নির্বাচনে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে মাঠে থাকবে। তারা প্রত্যেকটি ভোটকেন্দ্রে টহল দেবে, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে না। ম্যাজিস্ট্রেটের অনুরোধের অপেক্ষায় থাকবে না। তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে।’
এ সময় বিএনপির সমালোচনায় মেজর হাফিজ বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে বিএনপি ক্ষমতা থেকে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপিতে সত্যি কথা বলার লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি একটি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নাই। দলের অধিকাংশই ‘ইয়েস স্যার’, ‘রাইট স্যার’ ছাড়া আর কিছু বলতে জানেন না। এটাই হলো বাস্তবতা।’
দলটির কূটনৈতিক দুর্বলতা নিয়ে হাফিজ বলেন, ‘ঐতিহ্যগতভাবেই বিএনপির আন্তর্জাতিক সংযোগ খুবই দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে নেতৃবৃন্দ যথেষ্ট ভূমিকা রাখতে পারেননি। অনেক সময় রাষ্ট্রদূতদের কথাবার্তা একপেশে মনে হয়। সেটারও সুবিধা বিএনপি নিতে পারেনি। তবুও এখন বিএনপির উচিত আন্তর্জাতিক সমর্থন নিয়ে কীভাবে নির্বাচনে যাওয়া যায় তার উদ্যোগ নেওয়া।’
২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত ছিল বলেও মনে করেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘সে সময় আওয়ামী লীগের অবস্থা অত্যন্ত লেজে গোবরে ছিল। আমরা সেই অবস্থার ফায়দা নিতে পারিনি। তারপর যে পথ অনুসরণ করেছি, সেই যে রাজপথে গিয়েছি, এখনো রাজপথেই আছি।’
মেজর হাফিজ বলেন, ‘বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু নির্বাচন হলেই এই দল ক্ষমতায় আসবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন আদায় করা জানতে হবে। শুধু রাজপথে স্লোগান দিলেই বর্তমান আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে বাড়ি ফিরে যাবে না।’
আওয়ামী লীগ ও বিএনপির উদ্দেশে হাফিজ বলেন, ‘এই দেশ জ্বালাও-পোড়াও করার মধ্য দিয়ে শেষ হতে পারে না। দেশের অবস্থা যদি আরও খারাপ হয়, তাহলে প্রধান রাজনৈতিক দল দুটিকেই দায়ী থাকতে হবে। আমি আশা করি, সংঘাতের রাজনীতির অবসান হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বঙ্গবন্ধুর কন্যা। দেশের অনেক উন্নয়নকাজ করেছেন। এখন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব আপনি আপনার মহান পিতার পথ অনুসরণ করে, পদের তোয়াক্কা না করে একটা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করুন। তার আগে বিএনপির সঙ্গে কিংবা অন্য কোনো দলের সঙ্গে বসে নির্বাচনের সুষ্ঠু একটি পরিবেশ এনে দিন।’
বিএনপির উদ্দেশে হাফিজ বলেন, ‘এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি আমাদের নেতা তারেক রহমানকে আহ্বান জানাব, দলের সংস্কার করুন। এখন যেভাবে চলে, এভাবে একটা রাজনৈতিক দল চলে না। কেন দলের মধ্যে একনায়কত্ব হচ্ছে, কেন কমিটি বাণিজ্য হচ্ছে? ত্যাগী নেতারা কেন নির্বাসিত? দোষত্রুটি সবারই থাকতে পারে। কিন্তু আমি তারেক রহমানের কাছে আহ্বান জানাব, ত্যাগী নেতাদের মূল্যায়ন করেন। এ দলের সবাই আপনার অনুসারী। নিজের পকেট বানানোর দরকার নাই।’
২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয়-ব্যয় হিসাব
৪ ঘণ্টা আগেবাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
১৯ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
১৯ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
২১ ঘণ্টা আগে