নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নয়াপল্টনে গত বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আজ শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে। মাইক্রোবাসে করে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাঁদের আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কোর্টে নেওয়া হয়েছে। আমরা কোনো রিমান্ড চাইনি। জামিনের বিষয়টি আদালত দেখবে।’
আজ শুক্রবার বিকেল ৪টার পরে মির্জা ফখরুল-আব্বাসকে আদালতে পাঠানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন ডিবির প্রধান।
ডিবির প্রধান বলেন, ‘তারা তো (বিএনপি) একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। এ জন্য তারা গতকাল ও আজ আমাদের সঙ্গে আলোচনা করেছে। তারা সমাবেশের জন্য গোলাপবাগ মাঠ চেয়েছে। আমাদের কমিশনার স্যার সেটা দিয়েছেন। তাদের তো আর কোনো সমস্যা থাকার কথা নয়। অতএব আমরা মনে করি, তাঁরা একটি সুশৃঙ্খল সমাবেশ করবে এবং আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ চতুর্পাশের এলাকাগুলোতে কাজ করবে।’
গতকাল যখন তাদের (বিএনপির প্রতিনিধিদল) সঙ্গে আমাদের কমিশনার স্যারের কথা হয়েছে, তখন তারা দুইটা ভেন্যুর বিষয়ে অনুমতি চেয়েছিল। একটি হলো কমলাপুর স্টেডিয়াম, আরেকটা মিরপুর বাঙলা কলেজ মাঠ। কিন্তু তারা আজকে যেটা আবেদন করল, সেখানে মিরপুর বাঙলা কলেজ মাঠও চাইল না, কমলাপুর স্টেডিয়ামও চাইল না। তারা চাইল গোলাপবাগ মাঠ। এই আবেদন জমা দেওয়ার পরে আমরা সেটা দেখেছি। তারপর গোলাপবাগ মাঠই তাদের দেওয়া হয়েছে।’
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আগের শর্তেই বিএনপিকে সমাবেশ করতে হবে উল্লেখ করে হারুন বলেন, ‘আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে। সাদা পোশাকেও তারা কাজ করবে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যেভাবে নিরাপত্তাবলয় করেছিলাম, সেটাই গোলাপবাগ মাঠে দেব। আমাদের টিম এরই মধ্যে কাজ করছে এবং আশপাশের এলাকাগুলোতেও (গোলাপবাগ) তদন্ত করবে। যেন এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতার সুযোগ না থাকে।’
হামলার শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ‘আমাদের যে নিরাপত্তার পরিকল্পনা, সে অনুযায়ী কোনো হামলার পরিকল্পনা আছে বলে আমরা মনে করি না। তার পরও যদি হয়, তবে সেটা প্রতিহত করতে সমাবেশস্থল, আশপাশের এলাকাসহ সারা শহরে আমাদের পোশাকি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ কাজ করবে।’
রাজধানীর নয়াপল্টনে গত বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আজ শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে। মাইক্রোবাসে করে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাঁদের আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কোর্টে নেওয়া হয়েছে। আমরা কোনো রিমান্ড চাইনি। জামিনের বিষয়টি আদালত দেখবে।’
আজ শুক্রবার বিকেল ৪টার পরে মির্জা ফখরুল-আব্বাসকে আদালতে পাঠানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন ডিবির প্রধান।
ডিবির প্রধান বলেন, ‘তারা তো (বিএনপি) একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। এ জন্য তারা গতকাল ও আজ আমাদের সঙ্গে আলোচনা করেছে। তারা সমাবেশের জন্য গোলাপবাগ মাঠ চেয়েছে। আমাদের কমিশনার স্যার সেটা দিয়েছেন। তাদের তো আর কোনো সমস্যা থাকার কথা নয়। অতএব আমরা মনে করি, তাঁরা একটি সুশৃঙ্খল সমাবেশ করবে এবং আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ চতুর্পাশের এলাকাগুলোতে কাজ করবে।’
গতকাল যখন তাদের (বিএনপির প্রতিনিধিদল) সঙ্গে আমাদের কমিশনার স্যারের কথা হয়েছে, তখন তারা দুইটা ভেন্যুর বিষয়ে অনুমতি চেয়েছিল। একটি হলো কমলাপুর স্টেডিয়াম, আরেকটা মিরপুর বাঙলা কলেজ মাঠ। কিন্তু তারা আজকে যেটা আবেদন করল, সেখানে মিরপুর বাঙলা কলেজ মাঠও চাইল না, কমলাপুর স্টেডিয়ামও চাইল না। তারা চাইল গোলাপবাগ মাঠ। এই আবেদন জমা দেওয়ার পরে আমরা সেটা দেখেছি। তারপর গোলাপবাগ মাঠই তাদের দেওয়া হয়েছে।’
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আগের শর্তেই বিএনপিকে সমাবেশ করতে হবে উল্লেখ করে হারুন বলেন, ‘আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে। সাদা পোশাকেও তারা কাজ করবে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যেভাবে নিরাপত্তাবলয় করেছিলাম, সেটাই গোলাপবাগ মাঠে দেব। আমাদের টিম এরই মধ্যে কাজ করছে এবং আশপাশের এলাকাগুলোতেও (গোলাপবাগ) তদন্ত করবে। যেন এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতার সুযোগ না থাকে।’
হামলার শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ‘আমাদের যে নিরাপত্তার পরিকল্পনা, সে অনুযায়ী কোনো হামলার পরিকল্পনা আছে বলে আমরা মনে করি না। তার পরও যদি হয়, তবে সেটা প্রতিহত করতে সমাবেশস্থল, আশপাশের এলাকাসহ সারা শহরে আমাদের পোশাকি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ কাজ করবে।’
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
৬ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
৮ ঘণ্টা আগেআজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
১১ ঘণ্টা আগে