নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে’ প্রতিবাদী যুব সমাবেশে তিনি এই কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যারা দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা নাকি আবার ড. ইউনূসের পাশে বসে গুনগুন করছে নির্বাচন দেওয়া যাবে না। আমরা নির্বাচন চাই, কিন্তু জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে তাহলে জনগণই রাস্তায় নামবে। আমাদের বলতে হবে না।’
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অনেক দিন হয়ে গেল, অনেক কিছুই দেখলাম। তারপরও কেন এ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার, জনগণের আশা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করছেন না। আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। গণতন্ত্র ধ্বংস করেছিল। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৬-১৭ বছর আন্দোলন করেছে।’
তিনি বলেন, ‘বিএনপির প্রায় ৫ হাজার নেতা-কর্মী গুম খুনের শিকার হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা বিএনপি এবং অন্যান্য দলের অনেক নেতা কর্মী শহীদ হয়েছে। তাই আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি, যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় দেশের জনগণ ভোটার অধিকার ফিরে পায়। আমরা তো অন্যায় কিছু দাবি করছি না।’
তিনি বলেন, ‘আমরা হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে এবং তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, যারা অবৈধ ক্ষমতার দখলকারীদের সাহায্য করেছিল তাদের ঘরে যদি পাসপোর্ট পৌঁছে দেন তাহলে দেশের জনগণ মানবে না, দেশের জনগণ বসে থাকবে না। তাই এই মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব... সংস্কার তো হবে; আপনি নির্বাচনমুখী সংস্কারটা করেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেন এবং দেশের জনগণ তাকে ক্ষমতায় বসাবে যে দল স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে’ প্রতিবাদী যুব সমাবেশে তিনি এই কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যারা দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা নাকি আবার ড. ইউনূসের পাশে বসে গুনগুন করছে নির্বাচন দেওয়া যাবে না। আমরা নির্বাচন চাই, কিন্তু জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে তাহলে জনগণই রাস্তায় নামবে। আমাদের বলতে হবে না।’
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অনেক দিন হয়ে গেল, অনেক কিছুই দেখলাম। তারপরও কেন এ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার, জনগণের আশা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করছেন না। আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। গণতন্ত্র ধ্বংস করেছিল। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৬-১৭ বছর আন্দোলন করেছে।’
তিনি বলেন, ‘বিএনপির প্রায় ৫ হাজার নেতা-কর্মী গুম খুনের শিকার হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা বিএনপি এবং অন্যান্য দলের অনেক নেতা কর্মী শহীদ হয়েছে। তাই আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি, যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় দেশের জনগণ ভোটার অধিকার ফিরে পায়। আমরা তো অন্যায় কিছু দাবি করছি না।’
তিনি বলেন, ‘আমরা হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে এবং তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, যারা অবৈধ ক্ষমতার দখলকারীদের সাহায্য করেছিল তাদের ঘরে যদি পাসপোর্ট পৌঁছে দেন তাহলে দেশের জনগণ মানবে না, দেশের জনগণ বসে থাকবে না। তাই এই মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব... সংস্কার তো হবে; আপনি নির্বাচনমুখী সংস্কারটা করেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেন এবং দেশের জনগণ তাকে ক্ষমতায় বসাবে যে দল স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।
ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশের প্রথম পর্ব। অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পীগোষ্ঠী এর পরিবেশনা পরিচালনা করছে।
২৭ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামী আজ, শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের ইতিহাসের প্রথম জাতীয় সমাবেশ করছে। এই সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ঐতিহাসিক আয়োজনের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
৩ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা নতুন ১৪৪টি দলের সবগুলোই প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে। নিবন্ধন পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, কোনো দলই তার শতভাগ পূরণ করতে পারেনি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে এই তালিকায়। দলটি ২৫ উপজেলায় ২০০
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল, তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।
১৬ ঘণ্টা আগে