Ajker Patrika

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা আ.লীগের

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২০: ০১
সামাজিক যোগাযোগমাধ্যমে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা আ.লীগের

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পরে রাজনীতির মাঠে কঠিন সময় অতিক্রম করছে আওয়ামী লীগ। সংকট সময়ে কর্মী-সমর্থকদের আশার আলো বলে মনে করছে দলটি। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।

পোস্টে সংকটের সময়ে তৃণমূলের নেতা-কর্মীরাই আশার আলো বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন।’

কর্মী–সমর্থকদের উদ্দেশে বলা হয়, ‘যাঁরা সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা। দেশের জন্য আপনাদের ত্যাগ কখনোই বৃথা যাবে না। ঐক্য, সাহস ও লড়াই আমাদের পথ দেখাবে। প্রস্তুত থাকুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত