নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ‘অগ্নি-সন্ত্রাসের’ প্রতিবাদে আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল আওয়ামী লীগের। বিরোধীরা মাঠে না থাকায় কর্মসূচি পালিত হয়েছে অনেকটা ঢিলেঢালাভাবেই। বিক্ষোভে নেতা-কর্মীদের উপস্থিতি অন্য কর্মসূচিগুলোর চেয়ে তুলনামূলক কম দেখা গেছে। দলটির নেতারা বলছেন, বিএনপি মাঠে না নামায় কর্মসূচির পুরো সময়জুড়ে তাঁদের মাঠে থাকতে হয়নি। তবে সতর্ক অবস্থানে ছিলেন।
গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে হওয়া দলটির জরুরি সভায় ‘বিএনপির, অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার’ প্রতিবাদে দেশের সাংগঠনিক জেলা/মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। পরে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষিত কর্মসূচি পালনে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
জানা গেছে, বিএনপি আজ কর্মসূচি দিতে পারে—এমন ধারণা করেই দিনব্যাপী কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু বিএনপি আগামীকাল সোমবার কর্মসূচি পালনের কথা জানায়। সমালোচনা এড়াতে ক্ষমতাসীনেরা তাঁদের কর্মসূচির পরিবর্তন করেনি। তবে, মাঠে বিএনপি ছাড়া কর্মসূচি অনেকটাই ঢিলেঢালাভাবে করেছে আওয়ামী লীগ। দলটির সহযোগী সংগঠনের মধ্যে যুবলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদকে (স্বাচিপ) কর্মসূচি পালনে দেখা যায়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেটা মিছিল ও সমাবেশ করেই শেষ হয়ে যায়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জানায়, এদিন মতিঝিল, পল্টন, শাহবাগ, ওয়ারী, সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, লালবাগ, গেন্ডারিয়া, ধানমন্ডি, চকবাজার, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কলাবাগান, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, মুগদা, সবুজবাগ, খিলগাঁও ও নিউমার্কেট থানা আওয়ামী লীগ বিক্ষোভ করেছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ জানিয়েছে পল্লবী, কাফরুল, গাবতলী, উত্তরাসহ বিভিন্ন থানায় বিক্ষোভ হয়েছে।
এর মধ্যে শাহবাগ, ডেমরা, চকবাজার, গাবতলী ও উত্তরার বিক্ষোভে উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। অন্যান্য থানায় বিক্ষোভে উপস্থিতি তার চেয়ে কম ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে, দুপুরে পুরান ঢাকার চকবাজারে লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে। আজিমপুর থেকে শুরু করে চকবাজারে শেষ হয় মিছিলটি। এ সময় প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই দেশের মানুষের ভাগ্যের বদল হয়েছে। শেখ হাসিনার অধীনে জনগণ শান্তিতে আছে। দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিএনপির সহ্য হচ্ছে না।’
উত্তরার আমির কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করে উত্তরা থানা আওয়ামী লীগ। এতে দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। সমাবেশে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এটা অন্তঃসারশূন্য দাবি। বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ব্যাহত করার পথ রচনার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কাছে জাতি মাথা নত করতে পারে না। পরে বিক্ষোভ মিছিলে অংশ নেন স্বপন। মিছিলটি হাউস বিল্ডিং হয়ে জসীমউদ্দীন মোড় হয়ে আমির কমপ্লেক্সের সামনে শেষ হয়।
ঢিলেঢালা কর্মসূচি পালনের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ না করে থানায় থানায় কর্মসূচি পালন করা হয়েছে। সে কারণে জোয়ার তৈরি হয়নি। তা ছাড়া বিএনপি এদিন মাঠে না নামায় কর্মসূচির পুরো সময়জুড়ে আমাদের নেতা-কর্মীদের মাঠে থাকতে হয়নি। তবে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে সব সময়।’
আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ। এতে অংশ নেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ প্রমুখ।
আজ বিকেলে মহাখালী কাঁচাবাজারে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। এতে অংশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও সচিবালয় এলাকায় যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সোমবার থানায় থানায় অবস্থান কর্মসূচি আ.লীগের
আগামীকাল সোমবার সারা দেশের জেলা ও মহানগরের জনসমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে রাজধানীর থানায় থানায় দলটির নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের শান্তি সমাবেশ থাকলেও কেন্দ্রের নির্দেশে তা বাতিল করা হয়েছে। কিন্তু বিএনপি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য থানা, ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।’
বিএনপির ‘অগ্নি-সন্ত্রাসের’ প্রতিবাদে আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল আওয়ামী লীগের। বিরোধীরা মাঠে না থাকায় কর্মসূচি পালিত হয়েছে অনেকটা ঢিলেঢালাভাবেই। বিক্ষোভে নেতা-কর্মীদের উপস্থিতি অন্য কর্মসূচিগুলোর চেয়ে তুলনামূলক কম দেখা গেছে। দলটির নেতারা বলছেন, বিএনপি মাঠে না নামায় কর্মসূচির পুরো সময়জুড়ে তাঁদের মাঠে থাকতে হয়নি। তবে সতর্ক অবস্থানে ছিলেন।
গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে হওয়া দলটির জরুরি সভায় ‘বিএনপির, অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার’ প্রতিবাদে দেশের সাংগঠনিক জেলা/মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। পরে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘোষিত কর্মসূচি পালনে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
জানা গেছে, বিএনপি আজ কর্মসূচি দিতে পারে—এমন ধারণা করেই দিনব্যাপী কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু বিএনপি আগামীকাল সোমবার কর্মসূচি পালনের কথা জানায়। সমালোচনা এড়াতে ক্ষমতাসীনেরা তাঁদের কর্মসূচির পরিবর্তন করেনি। তবে, মাঠে বিএনপি ছাড়া কর্মসূচি অনেকটাই ঢিলেঢালাভাবে করেছে আওয়ামী লীগ। দলটির সহযোগী সংগঠনের মধ্যে যুবলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদকে (স্বাচিপ) কর্মসূচি পালনে দেখা যায়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেটা মিছিল ও সমাবেশ করেই শেষ হয়ে যায়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জানায়, এদিন মতিঝিল, পল্টন, শাহবাগ, ওয়ারী, সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, লালবাগ, গেন্ডারিয়া, ধানমন্ডি, চকবাজার, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কলাবাগান, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, মুগদা, সবুজবাগ, খিলগাঁও ও নিউমার্কেট থানা আওয়ামী লীগ বিক্ষোভ করেছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ জানিয়েছে পল্লবী, কাফরুল, গাবতলী, উত্তরাসহ বিভিন্ন থানায় বিক্ষোভ হয়েছে।
এর মধ্যে শাহবাগ, ডেমরা, চকবাজার, গাবতলী ও উত্তরার বিক্ষোভে উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। অন্যান্য থানায় বিক্ষোভে উপস্থিতি তার চেয়ে কম ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে, দুপুরে পুরান ঢাকার চকবাজারে লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে। আজিমপুর থেকে শুরু করে চকবাজারে শেষ হয় মিছিলটি। এ সময় প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই দেশের মানুষের ভাগ্যের বদল হয়েছে। শেখ হাসিনার অধীনে জনগণ শান্তিতে আছে। দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিএনপির সহ্য হচ্ছে না।’
উত্তরার আমির কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করে উত্তরা থানা আওয়ামী লীগ। এতে দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। সমাবেশে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এটা অন্তঃসারশূন্য দাবি। বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা ব্যাহত করার পথ রচনার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কাছে জাতি মাথা নত করতে পারে না। পরে বিক্ষোভ মিছিলে অংশ নেন স্বপন। মিছিলটি হাউস বিল্ডিং হয়ে জসীমউদ্দীন মোড় হয়ে আমির কমপ্লেক্সের সামনে শেষ হয়।
ঢিলেঢালা কর্মসূচি পালনের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ না করে থানায় থানায় কর্মসূচি পালন করা হয়েছে। সে কারণে জোয়ার তৈরি হয়নি। তা ছাড়া বিএনপি এদিন মাঠে না নামায় কর্মসূচির পুরো সময়জুড়ে আমাদের নেতা-কর্মীদের মাঠে থাকতে হয়নি। তবে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে সব সময়।’
আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ। এতে অংশ নেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ প্রমুখ।
আজ বিকেলে মহাখালী কাঁচাবাজারে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। এতে অংশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও সচিবালয় এলাকায় যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সোমবার থানায় থানায় অবস্থান কর্মসূচি আ.লীগের
আগামীকাল সোমবার সারা দেশের জেলা ও মহানগরের জনসমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে রাজধানীর থানায় থানায় দলটির নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের শান্তি সমাবেশ থাকলেও কেন্দ্রের নির্দেশে তা বাতিল করা হয়েছে। কিন্তু বিএনপি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেই জন্য থানা, ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।’
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক ২২ আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ তাঁদের জামিন দেন।
২ ঘণ্টা আগেনিবন্ধন ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতিনিধিদল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বুধবার বিকেলে এই বৈঠকে পিডিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব হারুন আল রশিদ খান।
৩ ঘণ্টা আগেখ্যাতিমান চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতিতে অংশ নিতে যাচ্ছেন। ২৫ এপ্রিল তিনি ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানা গেছে। এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পর এবার তিনি সরাসরি
৪ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি
৪ ঘণ্টা আগে