Ajker Patrika

খালেদা জিয়াকে পর্যবেক্ষণের সময় বাড়িয়েছে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২২, ১৬: ৩৬
খালেদা জিয়াকে পর্যবেক্ষণের সময় বাড়িয়েছে মেডিকেল বোর্ড

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাদের সবশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। এক সপ্তাহ পর্যবেক্ষণ চলবে বলে জানা গেছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এই খবর জানান। তিনি জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সবশেষ অবস্থা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেছে। পর্যালোচনা শেষে তাঁকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। 

গত শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরদিন শনিবার তাঁর হার্টে রিং পরিয়ে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। সেই ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তবে এখন পর্যন্ত খালেদা জিয়ার শরীরের প্রকৃত অবস্থা জানতে না পারায় চিকিৎসকেরা পর্যবেক্ষণের সময় বাড়িয়ে দিয়েছেন। 

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত