Ajker Patrika

নেতাদের বিষয়বস্তু জেনে বক্তব্য দেওয়ার নির্দেশ কাদেরের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেতাদের বিষয়বস্তু জেনে বক্তব্য দেওয়ার নির্দেশ কাদেরের 

আওয়ামী লীগের নেতাদের বিষয়বস্তু জেনে বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এমন নির্দেশনা দেন কাদের। 

করোনাভাইরাস পরবর্তীতে আজকেই প্রথম রাজধানী ঢাকায় উন্মুক্ত রাজনৈতিক কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। সেখানে দলটির কেন্দ্রীয় নেতা ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১০ জনের অধিক নেতা বক্তব্য রাখেন। নগরের নেতাদের অধিকাংশ স্মরণসভার বিষয়বস্তু নিয়ে কথা বলেননি। তারা বিভিন্ন রাজনৈতিক কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নেতাদের এমন বক্তৃতা নিয়ে সমালোচনা করেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, আজকে এখানে কথা বলার মতো পরিবেশ তেমন একটা নেই। অনেক বক্তব্য হয়েছে। নেতাদের একটি কথা বলে, এ রকম জনসভার বিষয়বস্তু যেনে তারপর বক্তৃতা করা দরকার। বিষয়বস্তুর ধারের কাছেও নেই অনেকেই। বিষয়বস্তু জানতে হবে। কোথাকার গণহত্যা, কিসের গণহত্যা, কে স্বীকৃতি দেবে, জাতিসংঘে আমরা কি করেছি। 

বক্তব্যের শেষের দিকে কাদের বলেন, আজকে আমি বেশি কথা বলব না। যেই কথা সেই কাজ। বিষয়ের বাইরে এলোপাতাড়ি বক্তব্য দিয়ে লাভ নাই। বিষয় নিয়ে কথা বলুন। গলা উঁচু করুন, দাবি আদায়ে সোচ্চার হোন। 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও বক্তব্য রাখেন দক্ষিণের সহসভাপতি দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত