নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
হারুন বলেন, ‘পুলিশকে সহায়তা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেওয়ার পরে নুরের উচিত ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করিনি।’
হারুন আরও বলেন, ‘সে এত কিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।’
মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘ফেসবুক লাইভে সে পুলিশকে গালিগালাজ করেছে, খারাপ ব্যবহার করেছে, সরকারি কাজে বাধা দিয়েছে। আমরা মনে করি, এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে গতকাল বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় দরজা ভেঙে তারা রুমে প্রবেশ করে। ওই বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।
আরও পড়ুন:
সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
হারুন বলেন, ‘পুলিশকে সহায়তা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেওয়ার পরে নুরের উচিত ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করিনি।’
হারুন আরও বলেন, ‘সে এত কিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।’
মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘ফেসবুক লাইভে সে পুলিশকে গালিগালাজ করেছে, খারাপ ব্যবহার করেছে, সরকারি কাজে বাধা দিয়েছে। আমরা মনে করি, এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে গতকাল বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় দরজা ভেঙে তারা রুমে প্রবেশ করে। ওই বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।
আরও পড়ুন:
জার্মান রাষ্ট্রদূত ম্যাথিয়াস লুটেনবার্গের বিদায় উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগেছাত্ররা যদি কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হয়, তাহলে দেশের ১৮ কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১২ ঘণ্টা আগেচোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।
১৯ ঘণ্টা আগেসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।
২১ ঘণ্টা আগে