Ajker Patrika

কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা, তাই সিদ্ধান্ত নিতে পারছি না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০: ১২
কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা, তাই সিদ্ধান্ত নিতে পারছি না: মির্জা আব্বাস

বিএনপি কোথায় সমাবেশ করবে তা দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার  দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলাপ করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাব। কোথাও নিরাপদ নন বিএনপির কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না। আমাদের প্রস্তুতি আছে, তবে মারামারি করার প্রস্তুতি নেই।'

এর আগে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধিদল। সেখানে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি মিরপুর বাংলা কলেজ মাঠের প্রস্তাব করা হয় বিএনপিকে। বিএনপির পক্ষ থেকে নয়াপল্টন ছাড়া কমলাপুর স্টেডিয়ামের কথা বলা হয়। এরপর উভয় পক্ষ কমলাপুর ও মিরপুরে সমাবেশ অনুষ্ঠানের বিষয়ে একমত হয়। পরে উভয় পক্ষ মাঠ পরিদর্শন করে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। দলের পক্ষ থেকে এ বিষয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। একইসঙ্গে দফায় দফায় মৌখিক আলোচনাও হয় দুই পক্ষের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত