নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই আন্দোলনে হতাহত ও তাঁদের পরিবারকে পুনর্বাসনে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ ছাড়া তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এঁদের (জুলাই আন্দোলনে হতাহতের) প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘’২৪ গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার’ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘আজ এখানে যাঁরা উপস্থিত আছেন, তাঁরা কিছু সহযোগিতা পেয়েছেন। আমি ঠিক জানি না, এ রকম আরও কত মানুষ আছেন, যাঁরা রাষ্ট্র বা সরকারের কাছ থেকে একটু সাহায্যও পাননি। এর জন্য আমি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাব না। আমি শুধু দাবি জানাতে চাই, সরকার তাঁদের পাশে দাঁড়াক।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘আপনারা তাঁদের জন্য একেবারেই করছেন না, এমন আমি বলব না। আপনারা করছেন, তবে যা করছেন তা তাঁদের জন্য যথেষ্ট নয়।’
হতাহতদের পরিবারের আন্দোলনের বিষয়ে তিনি আরও বলেন, ‘গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি। তাহলে আজ আবার তাঁদের দেখতে হবে কেন? আমরা একবারেই দেখতে চাই সরকারপ্রধানকে, প্রধান শাসককে। তিনি বলবেন, ‘‘এদের দায়িত্ব আমরা নিলাম।” তখন আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের কাছে কেন আসেন তাঁরা? কারণ, তাঁরা সরকারের কাছে যেতে পারেন না। প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে জনগণের সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ থাকবে।’
বক্তব্য শেষে প্রতীকী অনশনরতদের মুখে পানি দিয়ে তাঁদের অনশন ভঙ্গ করান মাহমুদুর রহমান মান্না।
এ সময় ’২৪ গণ-অভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজা সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ’২৪ গণ-অভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্যসচিব সাহিদুল ইসলাম (লরেন) প্রমুখ।
জুলাই আন্দোলনে হতাহত ও তাঁদের পরিবারকে পুনর্বাসনে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ ছাড়া তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এঁদের (জুলাই আন্দোলনে হতাহতের) প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘’২৪ গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার’ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘আজ এখানে যাঁরা উপস্থিত আছেন, তাঁরা কিছু সহযোগিতা পেয়েছেন। আমি ঠিক জানি না, এ রকম আরও কত মানুষ আছেন, যাঁরা রাষ্ট্র বা সরকারের কাছ থেকে একটু সাহায্যও পাননি। এর জন্য আমি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাব না। আমি শুধু দাবি জানাতে চাই, সরকার তাঁদের পাশে দাঁড়াক।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘আপনারা তাঁদের জন্য একেবারেই করছেন না, এমন আমি বলব না। আপনারা করছেন, তবে যা করছেন তা তাঁদের জন্য যথেষ্ট নয়।’
হতাহতদের পরিবারের আন্দোলনের বিষয়ে তিনি আরও বলেন, ‘গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি। তাহলে আজ আবার তাঁদের দেখতে হবে কেন? আমরা একবারেই দেখতে চাই সরকারপ্রধানকে, প্রধান শাসককে। তিনি বলবেন, ‘‘এদের দায়িত্ব আমরা নিলাম।” তখন আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের কাছে কেন আসেন তাঁরা? কারণ, তাঁরা সরকারের কাছে যেতে পারেন না। প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে জনগণের সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ থাকবে।’
বক্তব্য শেষে প্রতীকী অনশনরতদের মুখে পানি দিয়ে তাঁদের অনশন ভঙ্গ করান মাহমুদুর রহমান মান্না।
এ সময় ’২৪ গণ-অভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজা সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ’২৪ গণ-অভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্যসচিব সাহিদুল ইসলাম (লরেন) প্রমুখ।
জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর ভ্যালেন্টাইন দিবসে তামাশা না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার তিনি এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেদেশে পরবর্তী জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে ভোটের মাঠ গোছাতে জামায়াতে ইসলামী এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করে দিয়েছে। নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ ও ঝিনাইদহ জেলায় মোট ১৮টি আসনে স্থানীয় পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছ
১ দিন আগেযাঁরা আইন হাতে তুলে নিয়ে নির্বিচারে হামলা ও ভাঙচুরে অংশ নিচ্ছেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি হলেও সরকার তাঁদের দমন করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে। আজ সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে
১ দিন আগে