Ajker Patrika

ক্ষমতায় থাকতে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২১: ৫০
ক্ষমতায় থাকতে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তাঁরা দেশের ভোটের অধিকার ছিনতাই করেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি করে দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। দেশে দুর্নীতি করে সেই টাকা বিদেশে পাচার করেছে। খুনি, ফ্যাসিবাদীর সরকার জনগণ দেখতে চায় না।’ 

আজ শনিবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির গণমিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার ১০ দফা দাবি মেনে নেবে না, তাই রাজপথে ফয়সালা হবে। এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এই অবৈধ সরকার বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলাবাহিনী ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত সমাবেশগুলোতে জনগণ রায় দিয়েছে। এই সরকার গণতন্ত্র আর ফিরেয়ে দেবে না, বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে না, অর্থনীতি পুনরুদ্ধার করতে পারবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি কিন্তু তাঁরা মানেনি। ১০ দফা দাবি আদায়ে তাই সারা দেশে গণমিছিল করছি।’ 

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘এই দেশের জনগণের রায় এই সরকারকে তাঁরা আর ক্ষমতায় দেখতে চায় না। এই স্বৈরচারী সরকার আপসে ১০ দফা দাবি মেনে নেবে না, ফয়সালা হবে রাজপথে। রাজপথে যখন নেমেছি, আদায় করে ছাড়ব। তাঁদের নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে বাধ্য করব।’ 

চট্টগ্রামে বিএনপির গণমিছিলে অংশ নেন অংশ নেতা-কর্মীএর আগে দুপুর ২টা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা। বিএনপির গণমিছিলে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেয়। গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে উপস্থিত ছিলেন—নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ আরও অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত