Ajker Patrika

‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’

আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’ নীতির মতো। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে দেশে প্রতিটি মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ প্রতিবছর মানবাধিকার দিবস পালন করে মানুষকে মানবাধিকারে উদ্বুদ্ধ করার জন্য। আর বাংলাদেশ সরকারের নীতি হলো, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’। যার টার্গেট হলো, তার বিরুদ্ধে যেন কোনো  আওয়াজ না হয় এবং যেন কেউ কথা বলতে না পারে। জাতিসংঘ, বিশ্বের নাগরিক সমাজ, সুশীল সমাজ কে কী বলল তাতে এই সরকারের কিছু যায় আসে না। তার যায় আসে একটই যে, তাকে ক্ষমতায় থাকতে হবে।’

তথ্যমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি যে বলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত, সেই শিক্ষার বিপরীত শিক্ষা বিএনপির নেতাকর্মীরা নেবে। প্রধানমন্ত্রীর শিক্ষা নিলে তো সন্ত্রাসী হতে হবে, বিশ্বজিৎ হত্যার আদেশ আসবে, কীভাবে গুম করতে হয় সেটা আমাকে শিখতে হবে।’

আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অনুগত আইনমন্ত্রী আখ্যা দিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশে যে প্রক্রিয়া চলছে, সেটা কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং সেটা শেখ হাসিনার প্রক্রিয়া। আইনমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়ায় দেশ চলবে না। আজ যদি জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়া দেশে থাকত, তাহলে দেশে বিচারবহির্ভূত হত্যা, রক্তপাত আর জনপদে জনপদে নৈরাজ্যের ভয়াল অন্ধকার তৈরি হতো না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত