নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের অভ্যন্তরীণ নানা সংকটে ২ বছর না পেরোতেই বিভক্ত হয় গণ অধিকার পরিষদ। দলের দুই অংশই আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশে নামার ঘোষণা দিয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এক পথেই হাঁটছে দুই অংশ। বিরোধী দলগুলোর সঙ্গে রাজপথে থাকবে তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে গণ অধিকার পরিষদের উভয় অংশ ভিন্ন ভিন্ন স্থানে দলটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ২৮ অক্টোবর সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই অংশের শীর্ষ নেতারা।
জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়াপন্থীরা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘সবাই ২৮ তারিখের জন্য অপেক্ষা করছে। সরকারি দলের লোকেরা ভীত এবং আতঙ্কিত। তারা কোথায় এবং কোন পথ দিয়ে পালাবে সেগুলো চিন্তা করে রেখেছে। আমরা ২৮ তারিখ বিএনপিসহ অন্যান্য দলকে সহযোগিতা করব। আমরা গণ অধিকার পরিষদ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকব।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এখন তাদের নেতা–কর্মীদের লাঠি নিয়ে মাঠে নামার নির্দেশ দিচ্ছে, এতে পরিষ্কার যে আওয়ামী লীগ একটি মাফিয়া দল। কোনো রাজনৈতিক দল এমন আচরণ করতে পারে না।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী ২৮ অক্টোবর আওয়ামী সরকারের বিদায় ঘণ্টা শুরু হবে। সরকার যতই বাঁধা প্রদান করুক, তারা কোনো ভাবেই এবার তাদের পতন ঠেকাতে পারবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল অব: মিয়া মসিউজ্জামান প্রমুখ।
এদিকে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন অংশ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নুরুল হক নূর বলেন, ‘২৮ তারিখে আমরাও রাজপথে থাকব। সবাই এক হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করব। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বাধা মানব না।’
আওয়ামী লীগ খুব ভয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৬ সালে আওয়ামী লীগ গণতন্ত্র উদ্ধারের নামে লগি-বইঠার যে তাণ্ডব করেছিল সেটি করতে দেওয়া হবে না। আমরা যদি সবাই এক জোট হয়ে ধাক্কা দেই, সরকার পড়ে যাওয়া সময়ের ব্যাপার।’
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২৮ তারিখে সব বাধা উপেক্ষা করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসভা হবে। এই আন্দোলন বিএনপির একার নয়, দেশের সবার আন্দোলন। মানুষ নিজের স্বার্থেই এই আন্দোলনে নেমেছে।
দলের অভ্যন্তরীণ নানা সংকটে ২ বছর না পেরোতেই বিভক্ত হয় গণ অধিকার পরিষদ। দলের দুই অংশই আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশে নামার ঘোষণা দিয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এক পথেই হাঁটছে দুই অংশ। বিরোধী দলগুলোর সঙ্গে রাজপথে থাকবে তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে গণ অধিকার পরিষদের উভয় অংশ ভিন্ন ভিন্ন স্থানে দলটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ২৮ অক্টোবর সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই অংশের শীর্ষ নেতারা।
জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়াপন্থীরা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘সবাই ২৮ তারিখের জন্য অপেক্ষা করছে। সরকারি দলের লোকেরা ভীত এবং আতঙ্কিত। তারা কোথায় এবং কোন পথ দিয়ে পালাবে সেগুলো চিন্তা করে রেখেছে। আমরা ২৮ তারিখ বিএনপিসহ অন্যান্য দলকে সহযোগিতা করব। আমরা গণ অধিকার পরিষদ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকব।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এখন তাদের নেতা–কর্মীদের লাঠি নিয়ে মাঠে নামার নির্দেশ দিচ্ছে, এতে পরিষ্কার যে আওয়ামী লীগ একটি মাফিয়া দল। কোনো রাজনৈতিক দল এমন আচরণ করতে পারে না।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী ২৮ অক্টোবর আওয়ামী সরকারের বিদায় ঘণ্টা শুরু হবে। সরকার যতই বাঁধা প্রদান করুক, তারা কোনো ভাবেই এবার তাদের পতন ঠেকাতে পারবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল অব: মিয়া মসিউজ্জামান প্রমুখ।
এদিকে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন অংশ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নুরুল হক নূর বলেন, ‘২৮ তারিখে আমরাও রাজপথে থাকব। সবাই এক হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করব। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বাধা মানব না।’
আওয়ামী লীগ খুব ভয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৬ সালে আওয়ামী লীগ গণতন্ত্র উদ্ধারের নামে লগি-বইঠার যে তাণ্ডব করেছিল সেটি করতে দেওয়া হবে না। আমরা যদি সবাই এক জোট হয়ে ধাক্কা দেই, সরকার পড়ে যাওয়া সময়ের ব্যাপার।’
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২৮ তারিখে সব বাধা উপেক্ষা করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জনসভা হবে। এই আন্দোলন বিএনপির একার নয়, দেশের সবার আন্দোলন। মানুষ নিজের স্বার্থেই এই আন্দোলনে নেমেছে।
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
১০ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
১৩ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১৬ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
১৭ ঘণ্টা আগে