Ajker Patrika

নয়াপল্টনে ইন্টারনেট সেবায় বিঘ্ন, বন্ধ রাখার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭: ১৬
Thumbnail image

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। দুপুর ১২টার পর হঠাৎ করেই এই সেবা বন্ধ পাওয়া যায়। এতে সংবাদকর্মীরাও ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে।

বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, তাঁরা লাইভ করতে পারছেন না। তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ব্যবস্থা চালু করে দলের ভেরিফাইড ফেসবুকে লাইভ করতে পারছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বেলা ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এদিকে নয়াপল্টন এলাকায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফলে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না তাঁরা। অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করাও সম্ভব হচ্ছে না। কোনো নিউজ বা তথ্য পাঠানোর জন্য নয়াপল্টন থেকে দূরে গিয়ে পাঠাতে হচ্ছে। 

তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগেও এমন সমাবেশগুলোতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। 

এর আগে বিটিআরসি জানিয়েছিল, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত