সিলেট প্রতিনিধি
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। গতকাল রোববার ও আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
পদত্যাগকারীরা হলেন বিশ্বনাথ উপজেলা এনসিপির ১৭ সদস্যের কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য ধনঞ্জয় বৈধ্য, মো. শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্যের কমিটির সদস্য ফাহিম আহমদ।
এর আগে গত শনিবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই দুই উপজেলায় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। বিশ্বনাথ উপজেলায় ১৭ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী রাখা হয় সুলেমান খানকে। ওই কমিটিতে ২ নম্বর যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, ২ নম্বর সদস্য হিসেবে ধনঞ্জয় বৈধ্য ও ৬ নম্বর সদস্য হিসেবে মো. শাহেদ আহম্মেদকে রাখা হয়।
পরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন তাঁর নিজ ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পিক্ততা নেই আমি ঐ যুগ্ন-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম’।
একই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে পদত্যাগ করেছেন ওই কমিটির সদস্য মো. শাহেদ আহম্মেদ। তিনি লেখেন, ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পিক্ততা নেই আমি ঐ পদ থেকে পদত্যাগ করলাম।’
আর দুপুরে পদত্যাগ করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ধনঞ্জয় বৈধ্য।
অপরদিকে গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্যের সমন্বয় কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ফেসবুকে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম নামে আইডি) লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে আমার ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি এখন থেকে এই কমিটির সাথে সম্পৃক্ত নয়। ধন্যবাদ।’
এ বিষয়ে মো. শাহেদ আহম্মেদ বলেন, ‘আমার সঙ্গে কেউ কোনো আলাপ করেননি। হঠাৎ কিছু দিন আগে আমাকে একজন কল দিয়ে আমার চার কপি ছবি ও আইডি কার্ড নম্বর চেয়েছিল। পরে আর আমি দিইনি। এখন দেখি কমিটিতে আমার নাম। অথচ আমি জানিও না। তাই পদত্যাগ করেছি।’
রুহুল আমিন বলেন, ‘আমি কোনো রাজনীতিতে নেই। তবুও কমিটিতে রাখায় আমি পদত্যাগ করেছি।’
ফাহিম আহমদ বলেন, ‘আমি বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের কাতারে ছিলাম। গোয়াইনঘাটে যদি ২-৩ জনকে গোনায় ধরা হয়, তাহলে আমাকে ধরতে হবে। সেই জায়গা থেকে এখন আমাকে নিচের দিকের সদস্য করে রাখা হয়েছে। যার কারণে আমি পদত্যাগ করেছি।’
এ বিষয়ে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, ‘বিশ্বনাথের তিনজন ও গোয়াইনঘাটের একজনের পদত্যাগের খবর পেয়েছি। প্রত্যেকটা উপজেলায় আমাদের জেলা কমিটির দুজন করে সদস্য রয়েছেন। যাঁদের কমিটিতে আনা হয়েছে, তাঁদের যাচাই-বাছাই করে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করেই আনা হয়েছে। নিজেদের পছন্দের পদ-পদবি না পাওয়ায় হয়তো মনের ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন তাঁরা। অনেকে ওপরের দিকে পদ চেয়েছিলেন, সবাইকে তো আর এক পদ দেওয়া যায় না। তাই তাঁরা অনেকটা ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার ধারণা।’
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। গতকাল রোববার ও আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
পদত্যাগকারীরা হলেন বিশ্বনাথ উপজেলা এনসিপির ১৭ সদস্যের কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য ধনঞ্জয় বৈধ্য, মো. শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্যের কমিটির সদস্য ফাহিম আহমদ।
এর আগে গত শনিবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই দুই উপজেলায় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। বিশ্বনাথ উপজেলায় ১৭ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী রাখা হয় সুলেমান খানকে। ওই কমিটিতে ২ নম্বর যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, ২ নম্বর সদস্য হিসেবে ধনঞ্জয় বৈধ্য ও ৬ নম্বর সদস্য হিসেবে মো. শাহেদ আহম্মেদকে রাখা হয়।
পরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন তাঁর নিজ ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পিক্ততা নেই আমি ঐ যুগ্ন-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম’।
একই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে পদত্যাগ করেছেন ওই কমিটির সদস্য মো. শাহেদ আহম্মেদ। তিনি লেখেন, ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পিক্ততা নেই আমি ঐ পদ থেকে পদত্যাগ করলাম।’
আর দুপুরে পদত্যাগ করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ধনঞ্জয় বৈধ্য।
অপরদিকে গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্যের সমন্বয় কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ফেসবুকে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম নামে আইডি) লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে আমার ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি এখন থেকে এই কমিটির সাথে সম্পৃক্ত নয়। ধন্যবাদ।’
এ বিষয়ে মো. শাহেদ আহম্মেদ বলেন, ‘আমার সঙ্গে কেউ কোনো আলাপ করেননি। হঠাৎ কিছু দিন আগে আমাকে একজন কল দিয়ে আমার চার কপি ছবি ও আইডি কার্ড নম্বর চেয়েছিল। পরে আর আমি দিইনি। এখন দেখি কমিটিতে আমার নাম। অথচ আমি জানিও না। তাই পদত্যাগ করেছি।’
রুহুল আমিন বলেন, ‘আমি কোনো রাজনীতিতে নেই। তবুও কমিটিতে রাখায় আমি পদত্যাগ করেছি।’
ফাহিম আহমদ বলেন, ‘আমি বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের কাতারে ছিলাম। গোয়াইনঘাটে যদি ২-৩ জনকে গোনায় ধরা হয়, তাহলে আমাকে ধরতে হবে। সেই জায়গা থেকে এখন আমাকে নিচের দিকের সদস্য করে রাখা হয়েছে। যার কারণে আমি পদত্যাগ করেছি।’
এ বিষয়ে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, ‘বিশ্বনাথের তিনজন ও গোয়াইনঘাটের একজনের পদত্যাগের খবর পেয়েছি। প্রত্যেকটা উপজেলায় আমাদের জেলা কমিটির দুজন করে সদস্য রয়েছেন। যাঁদের কমিটিতে আনা হয়েছে, তাঁদের যাচাই-বাছাই করে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করেই আনা হয়েছে। নিজেদের পছন্দের পদ-পদবি না পাওয়ায় হয়তো মনের ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন তাঁরা। অনেকে ওপরের দিকে পদ চেয়েছিলেন, সবাইকে তো আর এক পদ দেওয়া যায় না। তাই তাঁরা অনেকটা ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার ধারণা।’
‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে চাঁদাবাজি আর দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম, এই চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম, সেই সিস্টেমের পতন চাই। কিন্তু দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল। চাঁদাবাজি আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল।’
৬ ঘণ্টা আগেআজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু; যারা দেশের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু; তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে।’
৭ ঘণ্টা আগেবিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান গতকাল রোববার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতা ইমামুর রশিদের সাত লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
৭ ঘণ্টা আগেশিবিরের গুপ্ত কর্মীরা ‘মব’ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, ‘পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন (শিবিরের উদ্দেশে) কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের
৮ ঘণ্টা আগে