Ajker Patrika

আওয়ামী লীগের দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এখন চিন্তিত: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০০: ২২
আওয়ামী লীগের দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এখন চিন্তিত: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের চোর, ডাকাত, লুটেরা নামধারী ব্যবসায়ীরা এই সরকারের পৃষ্ঠপোষকতায় টিকে আছে। প্রধানমন্ত্রীর সামনে গিয়ে স্লোগান দেয় শেখ হাসিনার সরকার বাররার দরকার। এখন এই লুটেরা আওয়ামী লীগের ব্যবসায়ীরা চিন্তিত। কারণ আমেরিকার দুর্নীতিবিরোধী প্রধান বাংলাদেশ সফরে এসে বলে গেছেন, দুর্নীতিবাজ কারও সম্পদ আমেরিকায় থাকলে তা জব্দ করা হবে। এ জন্য আওয়ামী লীগের সব দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছেন। তাঁদের কপালে এখন চিন্তার ভাঁজ। কোনো রেহাই নেই। 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। 

মান্না বলেন, ‘সংবিধান ১৫ বার কাটাছেঁড়া করে এখন বলে আমরা সংবিধান মেনে চলি। এগুলো হলো ধোঁকাবাজি। এগুলো বন্ধ করেন। আমেরিকা বলেছে সুষ্ঠু নির্বাচন দাও, আর আওয়ামী লীগও বলে আগে যেমন সুষ্ঠু নির্বাচন দিয়েছি, তেমনি সামনেও সুষ্ঠু নির্বাচন দেব। কিন্তু যদি অতীতের মতো নির্বাচন দেন, অতীতের মতো ভোট হয় তবে আপনারাই অতীত হয়ে যাবেন।’ 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নতুন সাইবার আইন হলো নতুন বোতলে পুরোনো মদ। সুতরাং এই কালো আইন বাতিল করতে হবে। 

গণমিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ অন্যরা। পরে একটি মিছিল পল্টনে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত