অনলাইন ডেস্ক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিল, সেটি আবার চালু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘যেই মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে এক নম্বর আসামি করেছে, সেই একই মামলায় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে, কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করতে চায়।’
সমাজতান্ত্রিক দলের এ নেতা বলেন, যারা ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা, বাজার, মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে, তারাই এ ধরনের কাজ করছে।
সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘সংস্কার মানে আগের যত অন্যায্য তা ছুড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখছি, সবখানে ফ্যাসিস্টদের রেখে যাওয়া আচারবিধি এখনো বহাল রয়েছে। সেটির একটি উদাহরণ এই মামলায় ফ্যাসিস্টবিরোধী সংগ্রামের একজন সাহসী সৈনিকের নাম অন্তর্ভুক্ত করা। যা মামলার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি, জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীদের এই পদক্ষেপ।’
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় প্রদক্ষিণ করে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিল, সেটি আবার চালু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘যেই মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে এক নম্বর আসামি করেছে, সেই একই মামলায় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে, কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করতে চায়।’
সমাজতান্ত্রিক দলের এ নেতা বলেন, যারা ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা, বাজার, মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে, তারাই এ ধরনের কাজ করছে।
সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘সংস্কার মানে আগের যত অন্যায্য তা ছুড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখছি, সবখানে ফ্যাসিস্টদের রেখে যাওয়া আচারবিধি এখনো বহাল রয়েছে। সেটির একটি উদাহরণ এই মামলায় ফ্যাসিস্টবিরোধী সংগ্রামের একজন সাহসী সৈনিকের নাম অন্তর্ভুক্ত করা। যা মামলার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি, জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীদের এই পদক্ষেপ।’
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় প্রদক্ষিণ করে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৫ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৮ ঘণ্টা আগে