নিজস্ব প্রতিবেদক ঢাকা
অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেন, তাঁরা সরকারের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালমান এফ রহমান বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে আইন তার নিজ গতিতে চলবে। সে যতই প্রভাবশালী হোক না কেন, সরকার তাকে সাপোর্ট দেবে না। তাকে শাস্তি পেতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুব শোকাহত হয়েছি। এ ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত এটা নিয়ে এখনই আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’
কলকারখানা ভবনের নিরাপত্তা নিয়ে সালমান বলেন, তিনটি ভাগে কলকারখানা পরিদর্শন করা হয়েছে। প্রথম দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন শেষে তাদের সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করেছে। ৪ শতাংশ কলকারখানা বন্ধ করা হয়েছে।
দ্বিতীয় দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন করা হয়েছে এবং তৃতীয় দফায় ১৬টি জেলায় পরিদর্শন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। বিডায় ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় ১৬টি প্রতিষ্ঠান থেকে বিডার সমন্বয়ে অনুমতি পাওয়া যাবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেন, তাঁরা সরকারের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালমান এফ রহমান বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে আইন তার নিজ গতিতে চলবে। সে যতই প্রভাবশালী হোক না কেন, সরকার তাকে সাপোর্ট দেবে না। তাকে শাস্তি পেতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুব শোকাহত হয়েছি। এ ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত এটা নিয়ে এখনই আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’
কলকারখানা ভবনের নিরাপত্তা নিয়ে সালমান বলেন, তিনটি ভাগে কলকারখানা পরিদর্শন করা হয়েছে। প্রথম দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন শেষে তাদের সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করেছে। ৪ শতাংশ কলকারখানা বন্ধ করা হয়েছে।
দ্বিতীয় দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন করা হয়েছে এবং তৃতীয় দফায় ১৬টি জেলায় পরিদর্শন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। বিডায় ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় ১৬টি প্রতিষ্ঠান থেকে বিডার সমন্বয়ে অনুমতি পাওয়া যাবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয়-ব্যয় হিসাব
৫ ঘণ্টা আগেবাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
২০ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
১ দিন আগে