Ajker Patrika

আঁতাত নয়, জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আঁতাত নয়, জামায়াতকে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে সরকার: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত রাজনীতি করবে এটাতো স্বাভাবিক। এত দিন কেন রাজনীতি করতে পারেনি, সেটাই প্রশ্ন হওয়া উচিত। কেউ কেউ বলছেন, সরকার অনুমতি দিয়ে বোঝাতে চাইল সরকারের সঙ্গে তাঁদের আঁতাত হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রের ভিসানীতির কারণে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে। 

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঐক্য পরিষদ এই সভার আয়োজন করে। 

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলেই কেবল বিএনপি সংলাপে বসতে পারে জানিয়ে গয়েশ্বর বলেন, সরকারের মন্ত্রী-এমপি এবং তাঁদের নেতারা সংলাপ-সংলাপ করছে। সংলাপ হতে পারে। কিন্তু এর আগে ১০ দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে। 

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, নিরাপদ প্রস্থানের জন্য এই সরকারের সামনে একটিমাত্র পথ খোলা আছে। তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে, তাঁদের ভোটাধিকার তাঁদের কাছে ফেরত দিতে হবে এবং জনগণের ১০ দফা মেনে নিতে হবে। 

সভায় সরকারকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশকে এই ডাকাতদের (সরকার) খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াতে ইসলামী কেন রাজপথে যারাই থাকবে, আমরা মনে করব তাঁরা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে আছে। কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রীদের মুখে শুনেছি জামায়াতে ইসলামী নিষিদ্ধ। সেই অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো বা এমন কোনো গোপন চুক্তি হলো যে, জামায়াতে ইসলামীকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো। যাই হোক আমরা এতে খুশি। কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে, তাঁরাই আমাদের বন্ধু। হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য কোনো দল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত