নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য মোট ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার সব মিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনে (ইসি) জানাতে আসেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘তফসিল অনুযায়ী আজ প্রত্যাহারের শেষ দিন ছিল। আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে পাঁচটি বাতিল হয়েছে। উচ্চ আদালতে গেছেন সেই প্রার্থীরা। এখন আমাদের বৈধ প্রার্থী ২৯৩। আমাদের মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি। জাতীয় পার্টির জন্য আমরা ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। সব মিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত ইসিকে জানাতে এসেছি।’
সে হিসাবে আওয়ামী লীগ এখন ২৬১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে বলেও জানান তিনি।
ঢাকার মধ্যে শুধু ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী থাকবে না। ঢাকা-১৮ আসনে জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের নির্বাচন করছেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য মোট ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার সব মিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনে (ইসি) জানাতে আসেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘তফসিল অনুযায়ী আজ প্রত্যাহারের শেষ দিন ছিল। আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে পাঁচটি বাতিল হয়েছে। উচ্চ আদালতে গেছেন সেই প্রার্থীরা। এখন আমাদের বৈধ প্রার্থী ২৯৩। আমাদের মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি। জাতীয় পার্টির জন্য আমরা ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। সব মিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত ইসিকে জানাতে এসেছি।’
সে হিসাবে আওয়ামী লীগ এখন ২৬১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে বলেও জানান তিনি।
ঢাকার মধ্যে শুধু ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী থাকবে না। ঢাকা-১৮ আসনে জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের নির্বাচন করছেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
২ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
২ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
৪ ঘণ্টা আগেআজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
৭ ঘণ্টা আগে