লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে অরাজনৈতিক ও মৃত ব্যক্তির নাম আসার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে গোপালপুর পৌর বিএনপির একাংশ নেতাকর্মী এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে আহ্বায়ক ও ব্যবসায়ী মো. জিল্লুর রহমানকে সদস্যসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ২৩ অক্টোবর নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ঊন নবী সোহেল।
গোপলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি বুলবুল খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, গত ২৩ অক্টোবর অনুমোদিত গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের নাম নেই। অরাজনৈতিক ও মৃত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে গত পৌর নির্বাচনে মেয়র প্রার্থিতা মনোনয়নের সভায় পৌরসভার ওয়ার্ড বিএনপির ১৮ জন সভাপতি-সম্পাদক প্রত্যাখ্যান করেন। তাঁকে জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে লিখিত অভিযোগ করা হয়। কমিটির ১৮ নম্বর সদস্য পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সরকার ১৪ মাস আগে মারা গেছেন। এটা দায়িত্বশীল নেতারা জানেন না। সদস্যসচিব জিল্লুর রহমানের বিএনপির সদস্যপদও ছিল না। তিনি ব্যবসায়িক কাজে বছরের অধিকাংশ সময় সৌদি আরবে থাকেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী সাত থেকে আট মাস আগের গঠিত পৌর যুবদলের আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক সাহানুর রহমানের কখনো সদস্যপদও ছিল না। অথচ গত কমিটির সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদককে এই কমিটিতে ন্যূনতম সদস্য রাখা হয়নি। ঘোষিত কমিটি বাতিল করে নেতা-কর্মীদের মতামত নিয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
এ ছাড়াও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সদস্য দুলাল উদ্দিন, তৌহিদুর রহমান, আবদুল হালিম প্রমুখ একই অভিযোগ করেন।
গোপালপুর পৌর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, ‘যারা ত্যাগী নেতা দাবি করছেন, দলীয় কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। প্রায় দুই বছর আগে এই তালিকা পাঠানো হয়েছিল। তালিকার একজন কিছুদিন আগে মারা গেছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় সংশোধন করা হবে।’
নাটোরের লালপুরের গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে অরাজনৈতিক ও মৃত ব্যক্তির নাম আসার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে গোপালপুর পৌর বিএনপির একাংশ নেতাকর্মী এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামকে আহ্বায়ক ও ব্যবসায়ী মো. জিল্লুর রহমানকে সদস্যসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ২৩ অক্টোবর নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ঊন নবী সোহেল।
গোপলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি বুলবুল খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, গত ২৩ অক্টোবর অনুমোদিত গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের নাম নেই। অরাজনৈতিক ও মৃত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ বলা হয়, নতুন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে গত পৌর নির্বাচনে মেয়র প্রার্থিতা মনোনয়নের সভায় পৌরসভার ওয়ার্ড বিএনপির ১৮ জন সভাপতি-সম্পাদক প্রত্যাখ্যান করেন। তাঁকে জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে লিখিত অভিযোগ করা হয়। কমিটির ১৮ নম্বর সদস্য পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সরকার ১৪ মাস আগে মারা গেছেন। এটা দায়িত্বশীল নেতারা জানেন না। সদস্যসচিব জিল্লুর রহমানের বিএনপির সদস্যপদও ছিল না। তিনি ব্যবসায়িক কাজে বছরের অধিকাংশ সময় সৌদি আরবে থাকেন। যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী সাত থেকে আট মাস আগের গঠিত পৌর যুবদলের আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক সাহানুর রহমানের কখনো সদস্যপদও ছিল না। অথচ গত কমিটির সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদককে এই কমিটিতে ন্যূনতম সদস্য রাখা হয়নি। ঘোষিত কমিটি বাতিল করে নেতা-কর্মীদের মতামত নিয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
এ ছাড়াও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সদস্য দুলাল উদ্দিন, তৌহিদুর রহমান, আবদুল হালিম প্রমুখ একই অভিযোগ করেন।
গোপালপুর পৌর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, ‘যারা ত্যাগী নেতা দাবি করছেন, দলীয় কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। প্রায় দুই বছর আগে এই তালিকা পাঠানো হয়েছিল। তালিকার একজন কিছুদিন আগে মারা গেছেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় সংশোধন করা হবে।’
ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে...
২ ঘণ্টা আগে১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
৫ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৭ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুল ইসলামের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৮ ঘণ্টা আগে