Ajker Patrika

সমাবেশস্থল নিয়ে আলোচনা করতে ডিএমপি সদর দপ্তরে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯: ৫৬
Thumbnail image

সমাবেশস্থল নিয়ে আলোচনা করতে ডিএমপি হেডকোয়ার্টারে পৌছেছে বিএনপির প্রতিনিধি দল।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রতিনিধি দলটি হেডকোয়ার্টারে যায়।

প্রতিনিধি দলে আছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, এড. এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এড. আহমেদ আজম খান,আ্যাড. বদরুদ্দোজা বাদল।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে মকবুল হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন, আহত হন আরও অনেকে। বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ অন্তত তিনশ’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে সেখান থেকে হাতবোমা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এরপর থেকে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত