Ajker Patrika

প্রেসক্লাবে বিএনপির প্রতিবাদ সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২২, ১৩: ৪৬
প্রেসক্লাবে বিএনপির প্রতিবাদ সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘হত্যার হুমকি’ ও কটূক্তির প্রতিবাদে বিএনপি ও ছাত্রদলের সভা-মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৯টা ৪০ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ শুরু করে। সকাল থেকেই মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্লোগান ও মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন। এ ছাড়া সমাবেশে যুক্ত হয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের দখলে চলে যায় পুরো প্রেসক্লাব এলাকা। 

সমাবেশে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের নানা প্রান্তে ছাত্রদল ও বিএনপির সমাবেশ ও মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

সমাবেশে উপস্থিত আছেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

এদিকে সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত