নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় একটি পক্ষ তাদের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে পার্টির নেতা-কর্মীরা এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তাঁর নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তবে পার্টির নেতা-কর্মীরা এমন কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।’
এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। সেদিন জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিল ডাকার এখতিয়ার প্রধান পৃষ্ঠপোষকের নেই। পরদিন বৃহস্পতিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রওশন এরশাদকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব দেওয়া হয় সংসদে।
এ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ। তিনি সংসদে অংশ নিতে পারছেন না। বিরোধীদলীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না। আবার কখনো কখনো তাঁকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাপার সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধীদলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।’
এ সময় জি এম কাদের আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, জাতীয় পার্টি দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছে। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি।’
দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি।’
তৃতীয় একটি পক্ষ তাদের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে পার্টির নেতা-কর্মীরা এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তাঁর নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। তবে পার্টির নেতা-কর্মীরা এমন কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।’
এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। সেদিন জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিল ডাকার এখতিয়ার প্রধান পৃষ্ঠপোষকের নেই। পরদিন বৃহস্পতিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রওশন এরশাদকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব দেওয়া হয় সংসদে।
এ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ। তিনি সংসদে অংশ নিতে পারছেন না। বিরোধীদলীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না। আবার কখনো কখনো তাঁকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাপার সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধীদলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।’
এ সময় জি এম কাদের আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, জাতীয় পার্টি দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছে। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি।’
দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি।’
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৩১ মিনিট আগেবিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীগণ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন।’
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেল জয়লাভ করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামি পাকিস্তান। আজ বুধবার পাকিস্তান জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।
২ ঘণ্টা আগেপোস্টে সারজিস আলম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।’
২ ঘণ্টা আগে