Ajker Patrika

খালেদার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ফের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮: ১০
খালেদার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ফের আবেদন

ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে তাঁর পরিবার। আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়া হয়। 

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস আবেদনপত্রটি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এ তথ্য ‍আজকের পত্রিকাকে নিশ্চিত করে আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। সেখানে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি তাঁর বিদেশে চিকিৎসার বিষয়েও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। 
 
এর আগে শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বজনেরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে। 

সবশেষ চলতি বছরের মার্চে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এই সংক্রান্ত আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির সেই মেয়াদ শেষ হচ্ছে। 
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর দফায় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। 

কারামুক্তির পর থেকে নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন। চিকিৎসার জন্য প্রায়ই হাসপাতালে যেতে হয় তাঁকে। সম্প্রতি আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলছেন, খালেদার সুচিকিৎসার জন্য দেশের চিকিৎসা ব্যবস্থা ও বিদ্যমান সুবিধাদি পর্যাপ্ত নয়। এই অবস্থায় তাঁকে দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর সুপারিশ করেছেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত