Ajker Patrika

প্রধানমন্ত্রীর কথা দেশকে বিপদে ফেলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২৩, ১৮: ৩২
প্রধানমন্ত্রীর কথা দেশকে বিপদে ফেলছে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় এক পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সীমাহীন দুর্নীতি, নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল এই পদযাত্রার আয়োজন করে। 

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এমন এমন কথা বলছেন প্রধানমন্ত্রী, যে কথাগুলো আমাদের দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বললেন যে যুক্তরাষ্ট্র নাকি তাঁকে সরাতে চায়। এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তার মানে তিনি (প্রধানমন্ত্রী) জেনে গেছেন আন্তর্জাতিক মহল তাঁকে সমর্থন দিচ্ছে না। কারণ, বাংলাদেশের মানুষ আজ একটাই কথা বলছে যে—আপনি এই মুহূর্তে (শেখ হাসিনা) সরে যান, পদত্যাগ করুন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। হাসিনা সরকারের অধীনে এই দেশে কোনো নির্বাচন হবে না।’ 

‘আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পাল্টা জবাবে ফখরুল বলেন, আজকে তারা (আওয়ামী লীগ) বলছে যে তাদের আমলে নাকি নির্বাচন সুষ্ঠু হয়। কোনো কালেই তাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। 

এর আগে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে; তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি—সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজেই এটা নিয়ে আর কারও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত