নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় এক পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সীমাহীন দুর্নীতি, নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল এই পদযাত্রার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এমন এমন কথা বলছেন প্রধানমন্ত্রী, যে কথাগুলো আমাদের দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বললেন যে যুক্তরাষ্ট্র নাকি তাঁকে সরাতে চায়। এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তার মানে তিনি (প্রধানমন্ত্রী) জেনে গেছেন আন্তর্জাতিক মহল তাঁকে সমর্থন দিচ্ছে না। কারণ, বাংলাদেশের মানুষ আজ একটাই কথা বলছে যে—আপনি এই মুহূর্তে (শেখ হাসিনা) সরে যান, পদত্যাগ করুন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। হাসিনা সরকারের অধীনে এই দেশে কোনো নির্বাচন হবে না।’
‘আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পাল্টা জবাবে ফখরুল বলেন, আজকে তারা (আওয়ামী লীগ) বলছে যে তাদের আমলে নাকি নির্বাচন সুষ্ঠু হয়। কোনো কালেই তাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে; তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি—সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজেই এটা নিয়ে আর কারও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় এক পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সীমাহীন দুর্নীতি, নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল এই পদযাত্রার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এমন এমন কথা বলছেন প্রধানমন্ত্রী, যে কথাগুলো আমাদের দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বললেন যে যুক্তরাষ্ট্র নাকি তাঁকে সরাতে চায়। এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তার মানে তিনি (প্রধানমন্ত্রী) জেনে গেছেন আন্তর্জাতিক মহল তাঁকে সমর্থন দিচ্ছে না। কারণ, বাংলাদেশের মানুষ আজ একটাই কথা বলছে যে—আপনি এই মুহূর্তে (শেখ হাসিনা) সরে যান, পদত্যাগ করুন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। হাসিনা সরকারের অধীনে এই দেশে কোনো নির্বাচন হবে না।’
‘আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পাল্টা জবাবে ফখরুল বলেন, আজকে তারা (আওয়ামী লীগ) বলছে যে তাদের আমলে নাকি নির্বাচন সুষ্ঠু হয়। কোনো কালেই তাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে; তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি—সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজেই এটা নিয়ে আর কারও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।’
বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম, এ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না—কেউ বলে না, “এই খবরটা প্রচার করতে পারবে না’ কিংবা “ওই খবরটা বারবার প্রচার করতে হবে।
৭ মিনিট আগেদীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট হবে।
১১ ঘণ্টা আগেঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে।
১৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ উনার চোখে পড়ে না। উনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন। সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন...
১৭ ঘণ্টা আগে