Ajker Patrika

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’, মাঠে নেই ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৩: ১৩
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’, মাঠে নেই ছাত্রলীগ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আজ শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলে দলে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করলেও অন্যান্যবারের মতো বিভিন্ন স্পটে সতর্ক অবস্থানে নেই ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শাহবাগ মোড়, চানখাঁরপুল মোড়, নীলক্ষেত মোড়, টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আশপাশে ছাত্রলীগকে ‘সতর্ক অবস্থানে’ দেখা যায়নি। 

এদিকে ক্যাম্পাসে কোনো ধরনের কর্মসূচি নেই বলে জানান ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি মো. খোরশেদুল আলম সোহেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দলের হাইকমান্ড থেকে আমাদের দিকনির্দেশনা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতে থাকতে। অন্য কোনো ধরনের কর্মসূচি না রাখতে। আমরা দলের হাইকমান্ড মেনে সকাল থেকে সমাবেশে উপস্থিত রয়েছি। ক্যাম্পাসে আমাদের কোনো ধরনের কর্মসূচি থাকলে আমরা ঘোষণা দিয়ে আসব।’ 

অন্যান্য সময় বিএনপি কিংবা ছাত্রদলের কোনো কর্মসূচি থাকলে সতর্ক অবস্থানে থাকে সরকারদলীয় ছাত্র সংগঠনটি। এবার তেমনটি নেই কেন জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছেন। তাই হলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। হলের নিরাপত্তার জন্য সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট।’ 

তিনি আরও বলেন, ‘আজ শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা নেই। তাই আমাদের নেতা-কর্মীরা হলে রয়েছেন। তবে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য ছাত্রলীগ সব সময় প্রস্তুত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমার ধারণা, জামায়াতের নেতৃত্বে ভোটাররা আস্থা রাখবে না: সাক্ষাৎকারে নাহিদ ইসলাম

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মারধরে আহত ১৫

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

গাজীপুরে রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা: আরও যা যা জানা গেল

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত