নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দিনে দিনে নোংরা আবর্জনা ও শেওলা জমে জমে ছাত্ররাজনীতির মূল চরিত্র নষ্ট হয়ে পড়েছে বলে নিজ বইয়ে লিখেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নিজের লেখা ‘সত্য যে কঠিন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন কাদের মির্জা। সেখানে তিনি এ মন্তব্য করেন।
কাদের মির্জা বলেন, ‘বর্তমান ছাত্ররাজনীতিকে তার প্রচলিত ধারার বাইরে নিয়ে আসতে হবে। দিনে দিনে নোংরা আবর্জনা ও শেওলা জমে জমে ছাত্ররাজনীতির মূল চরিত্র নষ্ট হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান তথা জাতির ভবিষ্যৎ নির্মাণে ছাত্ররাজনীতিকে এখনই ঢেলে সাজাতে হবে। মানুষকে মুক্তি দিতে হবে অপরাজনীতির কবল থেকে। ভবিষ্যতের জাতীয় নেতা তৈরির জন্য ছাত্ররাজনীতির কোনো বিকল্প নেই। আজকের মেধাবী ছাত্ররাজনীতিবিদেরাই আগামীর রাষ্ট্র পরিচালক। দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে অনেকেই ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে মত দিলেও অতীতের ইতিহাস পর্যালোচনা করলে ছাত্ররাজনীতির অপরিহার্যতা উপলব্ধি হয়। ছাত্ররাজনীতি মেধাশূন্য হয়ে গেলে আগামী দিনের বাংলাদেশ নেতৃত্বশূন্য হয়ে পড়বে। তবে যে রাজনীতি মেধার বিকাশ না ঘটিয়ে তার প্রসারে ব্যাঘাত ঘটায়, সেই রাজনীতি থাকার প্রয়োজন নেই। ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষাবান্ধব, শিক্ষার্থীবান্ধব ও জনবান্ধব।’
বর্তমান সময়ে ছাত্ররাজনীতির অবস্থা আলোচনা করতে গিয়ে বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, ‘সাম্প্রতিক সময়ে ভর্তিবাণিজ্য, হল দখল, টেন্ডারবাজিসহ শিক্ষাবহির্ভূত কার্যক্রমে এবং অনধিকার প্রবেশের জায়গাগুলোতে ঢুকে পড়েছে ছাত্ররাজনীতি। বিগত কয়েক বছরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা যেভাবে প্রভাব বিস্তার করেছে, তা ইতিবাচক ছাত্ররাজনীতির নিদর্শন নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ, বিশেষত ডাকসু হচ্ছে মিনি পার্লামেন্ট। আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, এক-এগারোর অসাংবিধানিক মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ দেশের অনেক সংকটে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা স্মরণীয় ভূমিকা রেখেছে।’
‘কাজেই জাতীয়ভাবে ছাত্ররাজনীতির গ্রহণযোগ্যতা অপরিহার্য। কিন্তু কালক্রমে সেই ঐতিহ্য থেকে দূরে সরে পড়েছে ছাত্ররাজনীতির চরিত্র। অতীতকে বিবেচনায় রেখে ছাত্ররাজনীতিকে নতুন করে সাজানোর চিন্তা করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের ছাত্ররাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদ যদি মেধাবী না হয়, তাহলে দেশ আমলানির্ভর হয়ে যাবে।’
দিনে দিনে নোংরা আবর্জনা ও শেওলা জমে জমে ছাত্ররাজনীতির মূল চরিত্র নষ্ট হয়ে পড়েছে বলে নিজ বইয়ে লিখেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নিজের লেখা ‘সত্য যে কঠিন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন কাদের মির্জা। সেখানে তিনি এ মন্তব্য করেন।
কাদের মির্জা বলেন, ‘বর্তমান ছাত্ররাজনীতিকে তার প্রচলিত ধারার বাইরে নিয়ে আসতে হবে। দিনে দিনে নোংরা আবর্জনা ও শেওলা জমে জমে ছাত্ররাজনীতির মূল চরিত্র নষ্ট হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান তথা জাতির ভবিষ্যৎ নির্মাণে ছাত্ররাজনীতিকে এখনই ঢেলে সাজাতে হবে। মানুষকে মুক্তি দিতে হবে অপরাজনীতির কবল থেকে। ভবিষ্যতের জাতীয় নেতা তৈরির জন্য ছাত্ররাজনীতির কোনো বিকল্প নেই। আজকের মেধাবী ছাত্ররাজনীতিবিদেরাই আগামীর রাষ্ট্র পরিচালক। দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে অনেকেই ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে মত দিলেও অতীতের ইতিহাস পর্যালোচনা করলে ছাত্ররাজনীতির অপরিহার্যতা উপলব্ধি হয়। ছাত্ররাজনীতি মেধাশূন্য হয়ে গেলে আগামী দিনের বাংলাদেশ নেতৃত্বশূন্য হয়ে পড়বে। তবে যে রাজনীতি মেধার বিকাশ না ঘটিয়ে তার প্রসারে ব্যাঘাত ঘটায়, সেই রাজনীতি থাকার প্রয়োজন নেই। ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষাবান্ধব, শিক্ষার্থীবান্ধব ও জনবান্ধব।’
বর্তমান সময়ে ছাত্ররাজনীতির অবস্থা আলোচনা করতে গিয়ে বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন, ‘সাম্প্রতিক সময়ে ভর্তিবাণিজ্য, হল দখল, টেন্ডারবাজিসহ শিক্ষাবহির্ভূত কার্যক্রমে এবং অনধিকার প্রবেশের জায়গাগুলোতে ঢুকে পড়েছে ছাত্ররাজনীতি। বিগত কয়েক বছরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা যেভাবে প্রভাব বিস্তার করেছে, তা ইতিবাচক ছাত্ররাজনীতির নিদর্শন নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ, বিশেষত ডাকসু হচ্ছে মিনি পার্লামেন্ট। আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, এক-এগারোর অসাংবিধানিক মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ দেশের অনেক সংকটে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা স্মরণীয় ভূমিকা রেখেছে।’
‘কাজেই জাতীয়ভাবে ছাত্ররাজনীতির গ্রহণযোগ্যতা অপরিহার্য। কিন্তু কালক্রমে সেই ঐতিহ্য থেকে দূরে সরে পড়েছে ছাত্ররাজনীতির চরিত্র। অতীতকে বিবেচনায় রেখে ছাত্ররাজনীতিকে নতুন করে সাজানোর চিন্তা করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের ছাত্ররাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদ যদি মেধাবী না হয়, তাহলে দেশ আমলানির্ভর হয়ে যাবে।’
২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয়-ব্যয় হিসাব
৩ মিনিট আগেবাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
১৫ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
১৫ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
১৭ ঘণ্টা আগে