Ajker Patrika

সরকারের বিপক্ষে কথা বললে এখন আয়নাঘরে যেতে হয় না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৩০
সরকারের বিপক্ষে কথা বললে এখন আয়নাঘরে যেতে হয় না: রিজভী

আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে বাক্‌স্বাধীনতা ফিরেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আগে কথা বলার স্বাধীনতা ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে সেই স্বাধীনতা রয়েছে। সরকারের বিপক্ষে কথা বললে এখন কাউকে আয়নাঘরে যেতে হয় না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজের পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি চলমান রয়েছে। 

রিজভী বলেন, ‘একটা ভয়ংকর দুঃসময় আমরা অতিক্রম করে এসেছি। এখান থেকে আমি যদি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বের হয়ে যাই, কোনো গোয়েন্দা পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করবে না, গ্রেপ্তার করে আয়নাঘরে নিয়ে যাবে না। নির্ভয়ে পথ চলতে পারি। এই পরিবেশটির জন্যই ১৫-১৬ বছর ধরে বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। এই সংগ্রামে আমাদের অগণিত কর্মী-নেতারা গুম-খুনের শিকার হয়েছেন। এর একটাই কারণ আমরা কথা বলতে চাই, স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই।’ 

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘অন্যের সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে। কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবনও দিতে পারি। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র।’ 

এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত