Ajker Patrika

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরও এক মামলা হাইকোর্টে বাতিল

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় দায়ের করা নাশতার আরও এক মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্টে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।

গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা বাতিল করেন হাইকোর্ট। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মো. জাকির হোসেন ভূইয়া প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার।

কায়সার কামাল বলেন, এই মামলাগুলো ছিল বেআইনি। সেটা আজকে প্রমাণিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় এ মামলা দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত