নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকে ‘সরকারের চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। অভিযোগ গঠন করে মামলার যে রায় দেওয়া হবে, তা হবে প্রতিহিংসামূলক ও ফরমায়েশি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরকার এমন চাক্রান্ত করছে।
দুদকের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দেশে বিরাজমান সীমাহীন দুর্নীতির মহাতাণ্ডব দুদকের চোখে পড়ে না। বর্তমান সরকারের ছত্রছায়ায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা ও নেতা-কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।
বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাতে করে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব করে চলমান আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনকে ‘সরকারের চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।’
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। অভিযোগ গঠন করে মামলার যে রায় দেওয়া হবে, তা হবে প্রতিহিংসামূলক ও ফরমায়েশি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরকার এমন চাক্রান্ত করছে।
দুদকের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দেশে বিরাজমান সীমাহীন দুর্নীতির মহাতাণ্ডব দুদকের চোখে পড়ে না। বর্তমান সরকারের ছত্রছায়ায় তাদের অনুগত ব্যবসায়ী, আমলা ও নেতা-কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতাদের বিরুদ্ধে আবারও চাক্রান্ত শুরু করেছে সরকার। আর এই চক্রান্তের হাতিয়ার হয়ে উঠেছে দুদক।
বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাতে করে চলমান আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের মনোবল ভেঙে যায়, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব করে চলমান আন্দোলন নস্যাৎ করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাঁকে।
১ ঘণ্টা আগেরাজনৈতিক কর্মসূচি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘গুলিবর্ষণের ক্ষমতা’ চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলন দমাতে গুলি করে হত্যার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেখান থেকে বের হয়ে আসতে হবে।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশ সফররত ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দুই নেতা। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা। চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তাঁদের লক্ষ্য প্রাথমিকভাবে
১ দিন আগে