নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ভয়ানক পরিকল্পনা করছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ফেলানী হত্যা দিবস উপলক্ষে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির আয়োজনে ‘সীমান্তে বিএসএফের গুলি থামবে কবে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ সরকারি বেতন-ভাতায় চাকরি করার পর অবসরে গেলে তিন বছরের মধ্যে কেউ রাজনীতিতে আসতে পারেন না। এইচ টি ইমাম মারা যাওয়ায় তাঁর জায়গায় এমন একজনকে সরকার নিয়োগ দিচ্ছে, যিনি কয়েক দিন আগেও মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। যিনি চাইলেই মন্ত্রিপরিষদ সচিব এবং ওসি সাহেবদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। এটাই প্রমাণ করে, সরকার নির্বাচন নিয়ে একটা ভয়ানক পরিকল্পনা করছে।’
এবার আর দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ভোরবেলায় ৬০-৭০ ভাগ ভোট হবে, ওসি ও আমলাদের দিয়ে। বাকি ৩০ ভাগ হবে সকাল নয়টার পর। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
সরকারকে আগামী নির্বাচনে প্রতিহত করতে বিরোধী দলগুলোকে লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিরোধী দলগুলো বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। এটা বললেই তো হলো না। সরকার তো নির্বাচন করে যাবে। এটাকে প্রতিহত করতে হবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের চক্রান্ত যাতে কার্যকর করতে না পারে, তারা যেন সারা রাত ভোটকেন্দ্র পাহারা দিতে পারে।’
সরকার একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি না বানিয়ে দীর্ঘদিন সরকারের সঙ্গে সম্পৃক্ত একজন আমলাকে রাষ্ট্রপতি বানানোর পদক্ষেপ নিচ্ছে, এমন দাবিও করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের কিছুটা হলেও বিবেক থাকে। কিন্তু আমলাদের কোনো বিবেক থাকে না। তাঁরা সরকারের দালালি করে বেঁচে থাকেন। লাভের আশায় আমলারা সরকারের খাদেমদারি করতে থাকেন।’
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ফেলানী হত্যার প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনের সামনের রাস্তাটি ফেলানীর নামে নামকরণের জন্য ঢাকা উত্তরের মেয়রের প্রতি জাফরুল্লাহ চৌধুরী আহ্বান জানান। এ ছাড়া ভারতে লক্ষাধিক রোহিঙ্গাকে পাঠানোর জন্যও সরকারকে পরামর্শ দেন তিনি।
মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বক্তৃতা করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ভয়ানক পরিকল্পনা করছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ফেলানী হত্যা দিবস উপলক্ষে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির আয়োজনে ‘সীমান্তে বিএসএফের গুলি থামবে কবে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ সরকারি বেতন-ভাতায় চাকরি করার পর অবসরে গেলে তিন বছরের মধ্যে কেউ রাজনীতিতে আসতে পারেন না। এইচ টি ইমাম মারা যাওয়ায় তাঁর জায়গায় এমন একজনকে সরকার নিয়োগ দিচ্ছে, যিনি কয়েক দিন আগেও মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। যিনি চাইলেই মন্ত্রিপরিষদ সচিব এবং ওসি সাহেবদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। এটাই প্রমাণ করে, সরকার নির্বাচন নিয়ে একটা ভয়ানক পরিকল্পনা করছে।’
এবার আর দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ভোরবেলায় ৬০-৭০ ভাগ ভোট হবে, ওসি ও আমলাদের দিয়ে। বাকি ৩০ ভাগ হবে সকাল নয়টার পর। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
সরকারকে আগামী নির্বাচনে প্রতিহত করতে বিরোধী দলগুলোকে লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিরোধী দলগুলো বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। এটা বললেই তো হলো না। সরকার তো নির্বাচন করে যাবে। এটাকে প্রতিহত করতে হবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। লক্ষাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের চক্রান্ত যাতে কার্যকর করতে না পারে, তারা যেন সারা রাত ভোটকেন্দ্র পাহারা দিতে পারে।’
সরকার একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি না বানিয়ে দীর্ঘদিন সরকারের সঙ্গে সম্পৃক্ত একজন আমলাকে রাষ্ট্রপতি বানানোর পদক্ষেপ নিচ্ছে, এমন দাবিও করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ‘রাজনীতিবিদদের কিছুটা হলেও বিবেক থাকে। কিন্তু আমলাদের কোনো বিবেক থাকে না। তাঁরা সরকারের দালালি করে বেঁচে থাকেন। লাভের আশায় আমলারা সরকারের খাদেমদারি করতে থাকেন।’
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ফেলানী হত্যার প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশনের সামনের রাস্তাটি ফেলানীর নামে নামকরণের জন্য ঢাকা উত্তরের মেয়রের প্রতি জাফরুল্লাহ চৌধুরী আহ্বান জানান। এ ছাড়া ভারতে লক্ষাধিক রোহিঙ্গাকে পাঠানোর জন্যও সরকারকে পরামর্শ দেন তিনি।
মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বক্তৃতা করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারের সাথে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগেকূটনীতিকদের সম্মানে নিজ বাসায় নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ বুধবার সন্ধ্যায় মঈন খানের আমন্ত্রণে তাঁর গুলশানের বাসায় আসেন কূটনীতিকেরা।
৬ ঘণ্টা আগে‘আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার আমাদের কী বলেন জানেন? বলেন, ভাই, খেয়াল রাইখেন, আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সব সময়, আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে। আর তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট নিয়ে নিল।’
৬ ঘণ্টা আগেগানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আগত সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
৭ ঘণ্টা আগে