Ajker Patrika

আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, জানাজা দিল্লিতে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৫, ১৬: ২৮
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে এ বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ।

মহাসমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি-টুপিওয়ালা ভাইদের বায়তুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী মহাসমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত মহাসমাবেশে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত