Ajker Patrika

শ্রীলঙ্কার কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার পরিস্থিতির কথা বলে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকায় সদরঘাট নৌবন্দরে এম. ভি সুন্দরবন-১০ লঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

দেশের নিরাপত্তা যাতে বিঘ্ন করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্ব টালমাটাল। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে।’ 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দায়িত্বহীন মানুষেরা দেশ চালিয়েছিলেন বলে আমরা নিরাপত্তা দিতে পারিনি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলে নিরাপত্তা দিতে পারছি। সড়ক, রেলপথে অনেক উন্নয়ন হয়েছে। এমনকি আকাশ পথে বিমান চলাচলের ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে। নৌপথেও উন্নয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আরও বাজেট আসবে। সেগুলো বাস্তবায়ন করতে হবে।’ 

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম, কমিটির সদস্য এস এম শাহজাদা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

কর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত