Ajker Patrika

যুগপৎ আন্দোলন: ৪ ফেব্রুয়ারি বিক্ষোভে থাকবে জাতীয়তাবাদী সমমনা দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮: ২৩
যুগপৎ আন্দোলন: ৪ ফেব্রুয়ারি বিক্ষোভে থাকবে জাতীয়তাবাদী সমমনা দল

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশে থাকবে ১১টি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা দল। এদিন নিজেদের সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন সমমনা দলগুলোর আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যার প্রতিবাদে’ রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে যুগপৎ আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে তিনি এ কর্মসূচি ঘোষণা করে এবং এমন আশাবাদ ব্যক্ত করেন।

ফরিদুজ্জামান বলেন, ‘দেশ যেভাবে চলছে, এভাবে চলতে পারে না। এ দেশের মানুষ খেতে পায় না, গ্যাসের দাম প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। চালের দাম সকালে একটা থাকে, আবার বিকেলে আরেকটা থাকে। সব ধরনের নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচারের এই টাকা দিয়ে আওয়ামী সরকারের লোকেরা, মন্ত্রীরা, এমপিরা, নেতারা দুবাই বাড়ি কিনছে। সিঙ্গাপুর, বেগমপাড়া ও মালয়েশিয়া বাড়ি কিনছে। এক তথ্যে জানা গেছে, গত পাঁচ বছরে দুবাইয়ে সবচেয়ে বেশি বাড়ি কিনেছে বাংলাদেশের লোক। দুবাইয়ে বাড়ি কেনা লোকের সংখ্যা ৪৫০। 

‘এই টাকাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের টাকা। জনগণের এই টাকার কথা বললেই নির্যাতন-নিপীড়ন শুরু হয়। এভাবে চলতে পারে না। শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচন দিয়েছিল। এরপরে আরেকটি নির্বাচন দিয়েছিল। এই নির্বাচনগুলো হয় নাই। বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেশ চালাচ্ছে।’

ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান শাওন সাজিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, জাগপা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং এনপিপি প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত