Ajker Patrika

হেফাজতের আরও দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০: ১১
হেফাজতের আরও দুই নেতা গ্রেপ্তার

ঢাকা: হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব খুরশিদ আলম কাশেমী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন।

আজ বুধবার কাশেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে ও শারাফত হোসাইনকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, কাশেমী ও শারাফতের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে হেফাজতের রিমান্ডে থাকা নেতা মামুনুল হকের ঘনিষ্ট যোগাযোগ ছিলো। ২০১৩ সালের নাশকতা ছাড়াও তাঁদের বিরুদ্ধে সম্প্রতি নাশকতার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার তাঁদেরকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এছাড়া গ্রেফতার হওয়া অন্যান্য হেফাজত নেতাদের থেকে পাওয়া তথ্য তাদের মাধ্যমে যাচাই বাছাই করা হবে।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে মানুনুল হকের জিজ্ঞাসাবাদে মুফতি শারাফতের নাম বেরিয়ে আসে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের মুক্তি চেয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছিলো বাংলাদেশ খেলাফত মজলিস। সে বিবৃতিতে স্বাক্ষর ছিলো বুধবার গ্রেপ্তার হওয়া খুরশিদ আলম কাশেমী ও মুফতি শারাফত হোসাইনের। এর আগে এই বিবৃতিতে স্বাক্ষর করা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনীকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত