Ajker Patrika

রওশন জানালেন নির্বাচনের পূর্ণ প্রস্তুতি আছে জাপার, টেবিল চাপড়ে অভিবাদন সরকারদলীয় এমপিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৩০
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টি (জাপা) পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে বলেও  মনে করেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা জানান রওশন এরশাদ। 

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমার দল জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি বলেই কখনই আমরা নির্বাচন বয়কট করিনি। আমরা আশা করি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে ইশাআল্লাহ।’ 

বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের সময় সরকারদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অভিবাদন জানান। 

রওশন এরশাদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও উদ্বেগ কাটেনি। এরই মধ্যে এটি পাস হয়েছে। তার আগে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মতামত নেওয়া যেত। অংশীজনদের সঙ্গে আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান দিয়ে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।’

এ সময় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে রওশন এরশাদ বলেন, করোনা মহামারি ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে অনেক কিছুর দাম বেড়েছিল। কিন্তু বিশ্ব বাজারে এখন দাম কমেছে। দেশে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির লাইন দীর্ঘ, এটা এখন সাধারণ চিত্র। এখানে যুক্ত হচ্ছে মধ্যবিত্ত। প্রবৃদ্ধি বাড়াতে পদক্ষেপ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি পদক্ষেপ জরুরি। না হলে মানুষের ওপর চাপ আরও বাড়বে। অস্থিতরা তৈরি হবে। তিনি বলেন, বিশ্ব বাজারের দোহাই দিয়ে অর্থনীতির সংকটের কথা বলার অবকাশ এখন নেই।

স্বাস্থ্য খাত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকারি–বেসরকারি হাসপাতালগুলো। হাসপাতালে বর্তমানে স্যালাইন সংকটে চিকিৎসা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী স্যালাইন আমদানির আশ্বাস দিলেও আশার আলো দেখা যাচ্ছে না। অথচ প্লাটিলেট কিট, শয্যা এবং স্যালাইন সংকটে রোগীর অবস্থা সংকটতর হচ্ছে। এ ব্যাপারে সরকারকে হস্তক্ষেপ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত